শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ফরিদপুর বিভাগীয় ব্যবসায়ী ফোরামের আয়োজনে বৃহত্তর ফরিদপুরের ৫ জেলার ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বাংলাদেশে বিগত দিনে যে রাজনীতি, অর্থনীতি হয়েছে, অর্থাৎ পৃষ্ঠপোষকতার রাজনীতি হয়েছে। কিছু লোকের হাতে ব্যবসা,বাণিজ্য, রাজনীতি পুঞ্জিভুত হয়েছে। সেখান থেকে বেরিয়ে আসতে হলে আপনি যদি শুধুমাত্র রাজনীতিকে গণতন্ত্রায়ন করেন কিন্তু অর্থনীতিকে বাইরে রাখবেন সেটাতো হবে না। এজন্য বিএনপির নতুন স্লোগান হচ্ছে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা। বাংলাদেশের অর্থনীতির কর্মকান্ডে প্রত্যেকটি নাগরিককে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করতে হবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সুফল শুধুমাত্র একটি গোষ্ঠির কাছে নয় জনগণের কাছে যেতে হবে।
আরও পড়ুন: অনির্বাচিত সরকারের কারণে সবকিছু স্থবির হয়ে আছে: আমীর খসরু
ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিজেএমই’র সাবেক সভাপতি এ এস এম ফজলুল হক, অর্থনীতিবীদ রাশেদ আল মাহমুদসহ ব্যবসায়ীবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, ফরিদপুর-৩ (সদর) আসনের বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছা, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন।
আরও পড়ুন: আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আলোচনার কিছু নেই: খসরু
মতবিনিময় সভায় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার ব্যবসায়ী ও বিএনপির নেতারা অংশগ্রহণ করেন।
এর আগে প্রধান অতিথি আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অতিথিবৃন্দ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও তরুণ উদ্যোক্তাদের স্টল পরিদর্শন করেন।
]]>
১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·