শুক্রবার ৫ দফা দাবিতে গণমিছিল করার আহ্বান জামায়াতের

২ দিন আগে
পাঁচ দফা গণ দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার গণমিছিল সফল করার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫-দফা গণদাবি আদায়ের লক্ষ্যে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

 

আরও পড়ুন: এনসিপির সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

 

আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর) বেলা ১টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটে সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে অনুষ্ঠিতব্য গণমিছিলে কেন্দ্রীয় এবং উভয় মহানগরীর নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলেও জানান তিনি।

 

স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে উক্ত কর্মসূচি সফল করার জন্য মহানগরীর সর্বস্তরের জনশক্তি ও ঢাকাবাসীর প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি বলেও জানান তিনি।
 

]]>
সম্পূর্ণ পড়ুন