হোম কন্ডিশনে টেস্ট জয় স্বাভাবিক ব্যাপার। অ্যাওয়েতে সংগ্রাম করে প্রতিটি দল। তবে, টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর পর থেকে বদলে গেছে চিত্র। পয়েন্টের হিসাব-নিকাশ থাকায় অ্যাওয়ে সিরিজ নিয়ে আলাদা পরিকল্পনা-প্রস্তুতি থাকে দলগুলোর। সম্প্রতি তারই প্রতিফলন দেখা যাচ্ছে মাঠে। বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে তাদের মাটিতে। নিউজিল্যান্ড ভারতে তাদের হোয়াইটওয়াশ করেছে। আবার অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টেই ২৯৫ রানের বিশাল জয় পেয়েছে ইন্ডিয়া। যা বাড়িয়ে দিয়েছে বর্ডার-গাভাস্কার ট্রফির উন্মাদনা।
৫ ম্যাচের সিরিজ মাঠে গড়ানোর আগে সফররতদের কথার বাণে জর্জরিত করেছে অস্ট্রেলিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে এই সিরিজ জিততেই হবে ভারতকে। চাপের মধ্যে থাকা দলকে উড়িয়ে দেবে চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নরা, ধারণা ছিল তেমনই। পার্থের হারে তাই আঁতে ঘা লেগেছে অজিদের। অপ্টাস স্টেডিয়ামে ইন্ডিয়ান বোলিং অ্যাটাক, বিশেষ করে জাসপ্রিত বুমরাহ বেশ ভুগিয়েছে হোস্ট টিমকে। তবে, অ্যাডিলেডে যেকোনো মূল্যে জিততে চায় কামিন্সের দল।
আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এবারই সর্বোচ্চ পয়েন্ট বাংলাদেশের
পরিসংখ্যান বলে, পিংক বলে অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত ১২টি ডে-নাইট টেস্টের ১১টিতেই জিতেছে তারা। যদিও সবশেষটায় হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে। অন্যদিকে, ৪ ম্যাচ খেলে ভারতের জয় ৩টি, হার ১টিতে। টিম ইন্ডিয়া গোলাপী বলের টেস্ট খেলতে নামছে আড়াই বছরের বেশি সময় পর। পার্থ টেস্টে জয়ের পরও কম্বিনেশন ভাঙতে যাচ্ছে ভারত। ফিরছেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। ইলেভেনে ফিরতে পারেন শুভমান গিলও। তবে, ব্যাটিং অর্ডারে বেশ বড়সড় পরিবর্তন আনতে যাচ্ছে সফরকারী টিম।
আরও পড়ুন: অ্যাডিলেট টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা
অ্যাডিলেড ওভালে খেলা ৭টি দিবারাত্রির টেস্টই জিতেছে অস্ট্রেলিয়া। পিংক বলে সর্বোচ্চ ৪ সেঞ্চুরি অজি ব্যাটার মার্নাস লাবুশেনের। সর্বোচ্চ ৩৯ উইকেট মিচেল স্টার্কের।
অ্যাডিলেডে নামার আগে দুঃস্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে ভারত দলকে। এই ভেন্যুতেই ২০২০ সালে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন ৩৬ রানের লজ্জায় ডুবতে হয়েছিল ইন্ডিয়াকে।