শুক্রবার বিশেষ দিন মেহজাবীন ও মালাইকার

২ সপ্তাহ আগে
একইদিনে শোবিজ পাড়ার দুই মাধ্যমে অভিষেক হতে চলেছে মেহজাবীন চৌধুরী ও তার ছোট বোন মালাইকা চৌধুরীর। তাই আগামীকাল শুক্রবার ক্যারিয়ারের একটি বিশেষ দিন হতে চলেছে তাদের।

শুক্রবার (২০ ডিসেম্বর) ছোটপর্দার দেড় দশকের জনপ্রিয় মুখ মেহজাবীনের বড় পর্দায় অভিষেক হতে চলেছে। দেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তার অভিনীত প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’।

 

একই দিনে মেহজাবীনের ছোট বোন মালাইকার ছোট পর্দায় অভিষেক হতে চলেছে। শুক্রবার বেসরকারি টিভি ‘চ্যানেল আই’-তে  বিকেল ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে মালাইকা অভিনীত প্রথম টেলিফিল্ম ‘সন্ধিক্ষণ’। মেহজাবীনের গল্পে টেলিফিল্মটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

 

আরও পড়ুন: মেহজাবীনের বোনের নাটকে রুমির গান

 

নিজের সিনেমা প্রসঙ্গে মেহজাবীন বলেন, দর্শকদের ভালোবাসার জন্যই এত দূর আসতে পেরেছি। আমি বিশ্বাস করি, প্রেক্ষাগৃহের কাজটিও দর্শক পছন্দ করবেন।

 

আরও পড়ুন: মেহজাবীনের সঙ্গে সেলফি তুললেন রণবীর কাপুর

 

অন্যদিকে মালাইকা তার প্রথম কাজ প্রসঙ্গে বলেন,‘প্রথমে আমি জানতাম না নাটকে অভিনয় করব। হঠাৎ আপু (মেহজাবীন) একদিন বলে, তুমি নাটকে অভিনয় করবে। শুট করার আগের দিন আমি স্ক্রিপ্ট পেয়েছিলাম। আপু বলেছিল, তুমি মুখস্থ করবা।’

   

]]>
সম্পূর্ণ পড়ুন