মঙ্গলবার (২৪ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
নগর ভবনের পাশাপাশি আঞ্চলিক কার্যালয়সহ সব পর্যায়ের অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
এদিকে দীর্ঘদিন সেবা বন্ধ থাকার পর গতকাল সোমবার থেকে খুলেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগর ভবনের প্রধান ফটক। চালু হয়েছে সেবা কার্যক্রম। পাশাপাশি ইশরাক অনুসারীদের অবস্থান কর্মসূচিও চলমান রয়েছে।
আরও পড়ুন: নগর ভবনে ইশরাকের সমর্থকদের ওপর ভয়াবহ হামলা
গত ১৫ মে থেকে নগর ভবন থেকে দেয়া সব নাগরিক সেবা বন্ধ ছিল। দীর্ঘদিন পর সোমবার প্রধান ফটকসহ অন্যান্য বিভাগের তালা খুলে দেয়া হয়।
]]>