শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে সঙ্গে নিয়ে পুলিশের সচেতনতামূলক মাইকিং

২ সপ্তাহ আগে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে সঙ্গে নিয়ে রাস্তায় মাইকিং করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) দুপুরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন ও রাউজানে তাকে নিয়ে সচেতনতামূলক মহড়া দেয় পুলিশ ও সোয়াট সদস্যরা।

ভিডিও ফুটেজে দেখা যায়, হাতকড়া পরা ছোট সাজ্জাদের পরনে ছিল ভেস্ট, মাথায় হেলমেট। সামনে ও পেছনে অস্ত্র হাতে সোয়াট সদস্যরা পাহারায় ছিলেন। এক পুলিশ সদস্য হ্যান্ডমাইকে বলেন, ‘সন্ত্রাসী ও ত্রাস ছোট সাজ্জাদকে সিএমপি কমিশনার স্যারের নির্দেশে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রের কাছে কোনো সন্ত্রাসের জায়গা হবে না।’

 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘সাজ্জাদের দেয়া তথ্যে রাউজানে অভিযান চালানো হয়। ফেরার পথে সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং করা হয়েছে।’

 

গত ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ২৯ জানুয়ারি তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ।

 

আরও পড়ুন: চট্টগ্রামে দুজনকে গুলি করে হত্যা: কারাবন্দি সাজ্জাদের ২ অনুসারী গ্রেফতার

 

গত বছরের ২১ অক্টোবর চান্দগাঁও শমসেরপাড়ায় ইট-বালু ব্যবসায়ী আফতাব উদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় করা মামলায় সাজ্জাদ ও তার সহযোগীরা আসামি।

 

সাজ্জাদের বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ ১৭টি মামলা রয়েছে। তিনি বায়েজিদ বোস্তামী, হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ি পাহাড়ি এলাকায় সক্রিয় ছিলেন। তার দলের কাছে দেশীয় ও বিদেশি অস্ত্র রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ আরও জানায়, বায়েজিদ বোস্তামী এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলার সঙ্গে সাজ্জাদের বিরোধ ছিল। এই বিরোধের জেরে গত ৩০ মার্চ বাকলিয়া এক্সেস রোডে প্রাইভেটকারে হামলার ঘটনায় জোড়া খুনের ঘটনা ঘটে।

]]>
সম্পূর্ণ পড়ুন