একটু একটু হাঁটি হাঁটি পা করে যেন বাড়ির দরজায় কড়া নাড়ছে শীত। এমন ঠান্ডা পরিবেশে স্যুপ খাওয়ার মজাই আলাদা। স্বাদের পাশাপাশি স্যুপ খাওয়ার রয়েছে অসংখ্য উপকারিতা।
শীতে পানি কম খাওয়ার প্রবণতা প্রায় সবার মধ্যেই দেখা যায়। এতে আমাদের শরীরে প্রয়োজনীয় পানির ঘাটতি দেখা দেয়। তাই শীতে ডায়েটে অবশ্যই প্রাধান্য দিন স্যুপকে।
শীতে স্যুপ খাওয়ার উপকারিতা
স্যুপ যেহেতু নানা ধরনের সবজি আর মাংসের সমন্বয়ে তৈরি করা হয় তাই এটি একটি উচ্চশ্রেণির পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার। পুষ্টিবিদরা বলছে, শীতে স্যুপ খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। যেমন-
১। শীতের ঠান্ডা আবহাওয়ায় হজমশক্তি কমে যায়। তাই শীতে এমন খাবার বেছে নেয়া উচিত যা দ্রুত হজম হয়। স্যুপ এক্ষেত্রে ভালো একটি খাবার হতে পারে। তরল হওয়ায় এই খাবার খুব তাড়াতাড়ি হজম হয়। শিশুদের জন্যও এ খাবার বিশেষ উপযোগী।
২। স্যুপ এমন একটি পুষ্টিকর খাবার যা একসঙ্গে খনিজ, ক্যালসিয়াম, প্রোটিন, শর্করা এবং ভিটামিনে ভরপুর। তাই এ খাবারকে ‘পুষ্টির স্টোর হাউস’-ও বলা হয়ে থাকে।
৩। চিকিৎসকরা অসুস্থ রোগীকে পথ্য হিসেবে স্যুপ খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। তাই এ খাবারে একপ্রকার ওষুধি গুণ রয়েছে বলা যায়।
৪। সর্দি, কাশি, বুকে চাপ এবং জ্বরের মতো রোগ থেকে মুক্তি পেতে স্যুপ অনায়াসেই খেতে পারেন।
আরও পড়ুন: শীতের যত রোগ
৫। ওজন বৃদ্ধির একটি সহজ উপাদান ডায়েটে স্যুপ অন্তর্ভুক্ত করা।
৬। শীতে আরাম অনুভব করতে প্রতিদিনই নির্দিষ্ট পরিমাণ খেতে পারেন এ খাবার। কারণ স্যুপ খাওয়ার পর শরীরে গরম অনুভূত হয়।
আরও পড়ুন: খালি পেটে ৩ ফল খেলেই ম্যাজিক!
৭। পানি শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে, তাই শীতে যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন তারা নিয়মিত এখন থেকেই ডায়েটে তরল খাবার হিসেবে স্যুপ রাখুন।
সুতরাং পুষ্টি উপাদানের দিক থেকে বলুন, প্রয়োজনীয় পানির চাহিদা পূরণই বলুন কিংবা শীতকে জয় করতে বলুন, ঝটপট রান্না করা স্যুপই হতে পারে শীতের সেরা খাবার।
]]>