শীতে সহজ উপায়ে গাঁদা ফুল চাষ

২ সপ্তাহ আগে
শীতকালীন ফুল গাঁদা। এ সময় তাই গাঁদা ফুলের চারাগাছ লাগানোর সেরা সময়। বাগান বিলাসীরা বারান্দা কিংবা ছাদে লাল, কমলা ও হলুদ রঙের তিনটি চারাগাছ লাগালেই পুরো বাগান রঙিন হয়ে উঠবে হরেক রঙের গাঁদা ফুলে।

যদি অল্প সময়ে বেশি ফুল চান তবে আপনাকে হাইব্রিড চারা কিনে আনতে হবে। হাইব্রিড গাছের চারা আকারে ছোট ও ঝোপালো হয়ে থাকে।

 

এখন যদি গাছের পেছনে বেশি সময় দিতে না পারেন, পরিচর্যা করতে অসুবিধা হয় তবে আপনাকে জাম্বো বা চায়নিজ গাঁদা ফুলের চারা গাছ কিনতে হবে।

 

বাড়িতে চারা গাছ এনে তা টবে লাগানোর আগে মাটি প্রস্তুত করুন। মাটিতে সামান্য পরিমাণে বালি, শুকিয়ে রাখা কলার খোসা ও গোবর, সরষের খোল দিয়ে ভালো করে মিশিয়ে এক সপ্তাহ রেখে দিন। এরপর চারা গাছ কিনে এনে তাতে লাগিয়ে দিন।

 

আরও পড়ুন: মাটি ছাড়াই বেড়ে উঠবে পেঁয়াজ পাতা!

 

মনে রাখবেন, এ গাছে তেমন পানির প্রয়োজন হয় না। তাই ঠান্ডা পড়লে বেশি পানি দেবেন না। একদিন পর পর টবে পানি দিতে পারেন। চারাগাছের টব এমন জায়গায় রাখবেন যেন ৫ থেকে ৬ ঘন্টা রোদ পায়। গাছে নতুন কুড়ি এলে তা কিছুদিন বড় হতে দিন। এবার নতুন কুড়ির আগা একটু ভেঙে দিন, যেন সেখান থেকে আরও দুটি শাখা বের হয়। তাহলেই অল্প কয়েকদিনের মধ্যে গাছ ভরে উঠবে রঙিন ফুলে।

 

আরও পড়ুন: ফেসিয়াল করার ২৪ ঘণ্টার মধ্যে যা করবেন না

 

উল্লেখ্য, কোনো কারণে গাঁদা গাছ পোকামাকড়ের শিকার হলে গাছে নিম তেল ও সাবান গুড়া স্প্রে করতে পারেন। ফুলের ভালো পরাগায়নের জন্য গাঁদা চারাগাছের আশপাশের টবে সবজি গাছ লাগাতে পারেন।  

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন