রোববার (৫ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে সকালে কুয়াশার দেখা মিললেও বেলা বাড়ার সাথে সাথে দেখা মিলছে সূর্যের।
আবহাওয়া অফিস জানায়, এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হলেও তা শনিবার (৪ জানুয়ারি) বেড়ে ৯ দশমিক ৪ ডিগ্রি রেকর্ড হয়।
আরও পড়ুন: বাতাসের সঙ্গে কনকনে ঠান্ডা পঞ্চগড়ে
স্থানীয়রা বলছেন, কয়েক দিনের তুলনায় রাতে ও সকালে শীতের তীব্রতা বেড়েছে। ঠান্ডা বাতাসের কারণে বিনা কারণে এ সময়ে বাড়ির বাইরে থাকা যাচ্ছে না। তবে দিনের বেলা রোদ ও সূর্য ওঠায় মানুষজন একটু স্বস্তিতে থাকে।
অপরদিকে দেখা গেছে, শীতের তীব্রতা বাড়ায় গরম কাপড়ের অভাবে চরম বিপাকে পড়ছেন নদী কেন্দ্রীক নিম্ন আয়ের পরিবারের লোকজন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন সময় সংবাদকে বলেন, ‘টানা তিনদিন ধরে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আকাশে মেঘ না থাকায় আজ কুয়াশার পরিমাণ কম ছিল। একই সঙ্গে সূর্যের দেখা মিলেছে। তবে আজ সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।’
]]>