শীতার্তদের জন্য কম্বল কিনতে ১৫ কোটি টাকা বরাদ্দ

৩ সপ্তাহ আগে
চলমান শীত মোকাবিলায় শীতার্ত ও দুস্থদের মাঝে বিতরণের জন্য কম্বল কিনতে আট বিভাগের ৬৪টি জেলার ৪৯৫টি উপজেলায় তিন লাখ টাকা করে ১৫ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ দেয়া হয়েছে বলে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


এতে বলা হয়, কম্বল কেনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সব আর্থিক বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন করবেন। জেলা প্রশাসকদের (ডিসি) উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে বরাদ্দ দিয়ে জরুরি ভিত্তিতে কম্বল কিনে দুস্থদের মধ্যে বিতরণের বিষয়টি নিবিড়ভাবে তদারকি করার জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে।


আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ


পৌষের শুরুতেই উত্তরাঞ্চলসহ দেশের বেশিরভাগ জায়গায় শীতের তীব্রতা বাড়ছে। মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।


বঙ্গোপসাগর একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

]]>
সম্পূর্ণ পড়ুন