শীতকালীন দলবদলে আর্নল্ডে চোখ রিয়ালের

১ সপ্তাহে আগে
শুরু হয়েছে ইউরোপিয়ান ফুটবলের শীতকালীন দলবদল। জানুয়ারির ১ তারিখ থেকে এই দলবদল চলবে ফেব্রুয়ারির ৩ তারিখ পর্যন্ত। চলতি ট্রান্সফার উইন্ডোর সবচেয়ে বড় নাম ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড। ইউরোপিয়ান গণমাধ্যমের খবর, এই রাইটব্যাককে পেতে লিভারপুলকে ২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ।

তবে স্প্যানিশ জায়ান্টদের প্রস্তাবে রাজি নয় ইংলিশ ক্লাবটি। এদিকে, চলতি ট্রান্সফার উইন্ডোতে সালাহ-রাশফোর্ডসহ বেশ কিছু তারকা ফুটবলারের দলবদলের গুঞ্জন শোনা যাচ্ছে।

 

টানা খেলার ক্লান্তি, প্যাকড শিডিউল, ইনজুরি ও টাইটেল রেইসে টিকে থাকার লড়াই। সবকিছু মিলিয়ে শীতকালীন দলবদল অনেক গুরুত্বপূর্ণ ইউরোপিয়ান ক্লাবগুলোর জন্য। জানুয়ারির ১ তারিখ থেকে উইন্টার ট্রান্সফার উইন্ডো ওপেন থাকবে ফেব্রুয়ারির ৩ তারিখ পর্যন্ত। এরই মধ্যে অনেক হিসাব নিকাশ করে চাহিদা অনুযায়ী ফুটবলার দলে ভেড়াবে ক্লাবগুলো।

 

চলতি ট্রান্সফার উইন্ডোর হট কেক লিভারপুলের ফুটবলার ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড। এই রাইটব্যাকের ওপর দীর্ঘদিন ধরেই নজর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। দানি কার্ভাহালের যোগ্য উত্তরসূরি হিসেবে এই ইংলিশ ফুটবলারকেই বিবেচনা করছে লস ব্লাঙ্কোস।

 

স্প্যানিশ গণমাধ্যমের খবর, ট্রেন্ট আলেক্সজেন্ডারকে এই উইন্টারে দলে পেতে লিভারপুলকে ২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে মাদ্রিদ। অবশ্য স্প্যানিশ জায়ান্টদের প্রস্তাবে রাজি নয় লিভারপুল। তবে মাদ্রিদের নজর থেকে কতদিন নিজেদের একাডেমির খেলোয়াড়কে আগলে রাখবে ইংলিশ ক্লাবটি? চলতি বছর জুনেই যে অল রেডদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে আলেক্সান্ডার আর্নল্ডের।

 

আরও পড়ুন: ব্যালন ডি'অর ইস্যুতে রোনালদোকে কড়া জবাব রদ্রির

 

ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে পয়েন্ট টেবিলের শীর্ষে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগ ও কারাবো কাপেও শিরোপা জয়ের দারুণ সম্ভাবনা আছে ক্লাবটির। আর লিভারপুলের গেম প্ল্যানের বড় আংশ জুড়ে আছেন ট্রেন্ট। এখন দেখার অপেক্ষা নিজের শৈশবের ক্লাবের হয়ে শিরোপা জয় নাকি ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদে যোগদান- কোন অপশনটাকে বেছে নেন এই ইংলিশ স্টার।

 

লিভারপুলের আরও দুই তারকার দলবদল নিয়ে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। অধিনায়ক ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালার সঙ্গে অলরেডদের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এ মৌসুমেই। এখনো এই দুই ফুটবলারের সঙ্গে চুক্তি নবায়ন করেনি লিভারপুল।

 

এদিকে, শীতকালীন দলবদলে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে পারেন মার্কাস রাশফোর্ড। যদিও রেড ডেভিলদের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি আছে তার। সব মিলিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে কঠিন সময় পার করছেন রাশফোর্ড। নতুন কোচ রুবেন আমোরিমের অধীনে ইউনাইটেডের একাদশে নিয়মিত জায়গা পাচ্ছেন না। বিদায়ঘণ্টা বেজেছে, সেটা বুঝতে পেরেই কি না কিছুদিন আগে এক সাক্ষাৎকারে নতুন চ্যালেঞ্জ নেয়ার কথা জানান এই ইংলিশ স্ট্রাইকার। ব্রিটিশ গণমাধ্যমের খবর বলছে, এই ফুটবলারের পরবর্তী গন্তব্য হতে পারে সৌদি প্রো লিগ।

 

আরও পড়ুন: অবনমনের শঙ্কা, ঝুঁকিতে ইউনাইটেডের সাড়ে ১৩ হাজার কোটি টাকার চুক্তি

 

মার্কাস রাশফোর্ডের পরিবর্তে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের ভিক্টর গোয়ের্কেসকে দলে ভেড়াতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও এই রেসে রেড ডেভিলদের সঙ্গে আছে আর্সেনালও। 

]]>
সম্পূর্ণ পড়ুন