শিশুবান্ধব সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ সিনিয়র সচিবের

৩ সপ্তাহ আগে
শিশুদের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও শিশুবান্ধব হওয়ার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ।

তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনে দেশ পরিচালনায় অংশ নেবে, তাই তাদের সুরক্ষা, শিক্ষা ও মানবিক বিকাশ নিশ্চিত করা জরুরি। 


রোববার সাতক্ষীরা শহরের মুজাফফর গার্ডেনে চার দিনব্যাপী ‘জাতি গঠনে শিশুবান্ধব সাংবাদিকতা’ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


সিনিয়র সচিব বলেন, শিশুদের শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত হলে টেকসই জাতি গঠন সম্ভব। পানিতে ডুবে শিশু মৃত্যু একটি প্রতিরোধযোগ্য সমস্যা উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে সচেতনতা বাড়াতে গণমাধ্যমকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। শিশুমৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক ও দায়িত্বশীল প্রতিবেদন তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন: শীর্ষ সন্ত্রাসীদের আধিপত্যে জিম্মি খুলনা নগরী, জামিনে বেরিয়ে ফের অপরাধ

তিনি আরও আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে শিশু বিষয়ক সংবাদ ও প্রতিবেদন আরও মানসম্মত ও সংবেদনশীল হবে। সমাজভিত্তিক সমন্বিত শিশুযত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান (আইসিবিসি) প্রকল্পের পরিচালক মো. আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রণালয়ের উপসচিব মোছাম্মৎ হাসিনা আক্তার। এছাড়া বক্তব্য দেন সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, সাংবাদিক শরীফুল্লাহ কাওসার সুমন, মো. বাবুল সরকার ও মো. মুশফিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন কর্মসূচি সমন্বয়কারী জাহিদুল হক খান।


চার দিনব্যাপী এই প্রশিক্ষণে সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলার মোট ২০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।

]]>
সম্পূর্ণ পড়ুন