শিল্প-বাণিজ্য এবং সামাজিক সুরক্ষায় সম্মাননা পেলেন সালাউদ্দিন চৌধুরী

২ সপ্তাহ আগে
দেশের শিল্প-বাণিজ্য এবং সামাজিক সুরক্ষা খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা লাভ করেছেন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও সমাজসেবক সালাউদ্দিন চৌধুরী।

বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর অভিজাত হোটেল শেরাটনে আয়োজিত ‘এনআরবি গ্লোবাল কনভেনশন’-এ তাকে ও তার পরিবারকে এই সম্মাননা প্রদান করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাউদ্দিন চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। প্রবাসীদের বিনিয়োগ উৎসাহিত করতে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিদের উৎসাহিত করতে এই কনভেনশনের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিষয়ক সহকারী শেখ মঈনুদ্দিন। এনআরবি গ্লোবাল কনভেনশনের পরিচালক এনাম উদ্দিন এনাম।


এছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন খাতের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, নীতি-নির্ধারক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এই আয়োজনে অংশ নেন। সালাউদ্দিন চৌধুরী ছাড়াও বেশ কিছু দেশি-বিদেশি খ্যাতনামা প্রতিষ্ঠান ও তাদের প্রধানদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা জানানো হয়।


আরও পড়ুন: নতুন দায়িত্ব পেলেন তরুণ শিল্প উদ্যোক্তা সালাউদ্দিন চৌধুরী ও তার স্ত্রী মাকসুদা


সালাউদ্দিন চৌধুরী বলেন, 'দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে ব্যবসায়ীদের যে নীতি সহায়তা প্রদান করা হচ্ছে, তার জন্য আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এ ধরনের স্বীকৃতি আমাদের আগামীতে আরও নিষ্ঠার সাথে কাজ করতে উৎসাহিত করবে।'


জাতীয় মানবাধিকার সংগঠন ব্যুরো অব সোশ্যাল ওয়াচের জাতীয় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন সালাউদ্দিন চৌধুরী। এছাড়া হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তার সহধর্মিণী ও বিশিষ্ট নারী উদ্যোক্তা ও সমাজকর্মী মাকসুদা চৌধুরী মিশা।

 

]]>
সম্পূর্ণ পড়ুন