শিরোপা সম্ভাবনা নিয়ে এখনই ভাবতে চান না স্লট

২ সপ্তাহ আগে
ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখে এগিয়ে চলছে লিভারপুল। তবে শিরোপা সম্ভাবনা নিয়ে এখনই ভাবতে চান না দলটির কোচ আর্নে স্লট। তার মতে, শিরোপা সম্ভাবনা নিয়ে ভবিষ্যদ্বাণী করার জন্য অন্তত মৌসুমের অর্ধেকটা পার হওয়া প্রয়োজন।

লিগ টেবিলের শীর্ষে আছে লিভারপুল। তবে এই পরিস্থিতি যে পাল্টে যেতে পারে যেকোনও সময়, তা খুব ভালো করেই জানেন আর্না স্লট। তাই মৌসুমের এই সময়ে শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে ভবিষ্যদ্বাণী করতে চান না তিনি। 

 

প্রতিকূল আবহাওয়ার জন্য এভারটন-লিভারপুল ম্যাচটি স্থগিত হয়ে যায়। তাই মৌসুমে অন্যদের তুলনায় এখন একটি ম্যাচ বেশি বাকি রয়েছে তাদের। ১৫ ম্যাচ খেলে লিভারপুলের পয়েন্ট ৩৬।  

 

আরও পড়ুন: টানা দ্বিতীয়বার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করল আর্জেন্টিনা

 

১৬ ম্যাচ খেলে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে চেলসি। সমান সংখ্যক ম্যাচ খেলে ৩০ পয়েন্ট নিয়ে তিনে আছে আর্সেনাল। চারে থাকা নটিংহ্যাম ফরেস্টের পয়েন্ট ২৮। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে পাঁচে আছে ম্যানচেস্টার সিটি। 

 

চলতি মৌসুমের অর্ধেকও শেষ হয়নি এখনও। সামনের ম্যাচগুলোতে যেকোনও সময় যেকোনও কিছুই হয়ে যেতে পারে। তাই এই সময়ে শিরোপা নিয়ে ভবিষ্যদ্বাণী করা যৌক্তিক মনে করছেন না স্লট। 

 

আরও পড়ুন: ভারতের বিপক্ষে হামজার খেলা নিয়ে যা বললেন বাফুফে সভাপতি

 

‘১৯ ম্যাচের পর পয়েন্ট টেবিল বিচার করুন। কারণ তখন সবাই প্রতিটি প্রতিপক্ষের বিপক্ষে খেলে ফেলবে। সম্ভবত ভাগ্য কিছুটা আমাদের সহায় ছিল। যেমন, মৌসুমের শুরুতে আর্সেনাল অনেক লাল কার্ড পেয়েছিল, যে কারণে তারা পয়েন্ট হারিয়েছিল। আমরা সবশেষ ম্যাচে লাল কার্ড পেয়েছি এবং পয়েন্ট হারিয়েছি।’ 

 

লিভারপুলের কোচ স্লট আরও বলেন, ‘এখন আমরা টটেনহ্যামের মাঠে খেলবো। মৌসুমের শুরুতে আর্সেনাল যেখানে খেলে ফেলেছে, চেলসিও এরই মধ্যে সেখানে খেলেছে। মৌসুমের কোন পর্যায়ে কোথায় ছিলেন সেদিকে তাকানোর দরকার নেই, মৌসুম শেষে কোথায় আছেন সেটাই আসল।’   

]]>
সম্পূর্ণ পড়ুন