শিরোপা পুনরুদ্ধারের অপেক্ষা বাড়ল বায়ার্নের

৫ দিন আগে
বুন্দেসলিগার শিরোপা পুনরুদ্ধারের অপেক্ষা বাড়ল বায়ার্ন মিউনিখের। ক্যারিয়ারের প্রথম ট্রফি জয়ের অপেক্ষা বাড়ল ক্লাবটির ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনেরও। ৩২তম রাউন্ডের ম্যাচে ইউসুফ পলসেনের শেষ মুহূর্তের গোলে আরবি লাইপজিকের সঙ্গে ৩-৩ ব্যবধানে ড্র করেছে বাভারিয়ানরা। এক পয়েন্ট পাওয়ায় শিরোপা উৎসব দীর্ঘায়িত হলেও কাগজে কলমে তা নিশ্চিত হতে পারে পরের ম্যাচেই।

মঞ্চ পুরোপুরি প্রস্তুত। টিভি কিংবা রেডবুল অ্যারেনার জায়ান্ট স্কিনে একটু পরপরই ভেসে উঠছে হ্যারি কেইনের ছবি। সাসপেনশনে মাঠে ছিলেন না, তবে হবেন উৎসবের মধ্যমণি, ১৬ বছরের ক্যারিয়ারের প্রথম ট্রফি বলে কথা। আর মাত্র কয়েক সেকেন্ড। ৩-২ ব্যবধানে লিড।

 

থমাস মুলার ভিনসেন্ট কোম্পানি চিয়ার আপ করছেন বায়ার্ন থেকে প্রায় সাড়ে তিনশ কিলোমিটার ভ্রমণ করে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে গ্যালারিতে আসা সমর্থকদের। কিন্তু তখনই কিছু সময়ের জন্য থমকে গেল সব।

 

আরও পড়ুন: ৪৬ বছর পর ফ্রান্সের শীর্ষ লিগে প্যারিস এফসি

 

কি করে উৎসব হবে, ফুটবল বিধাতাই যেন চাননি। হয়তো তিনি চেয়েছেন অ্যালিয়াঞ্জ অ্যারেনায় হবে উৎসব। ইউসুফ পলসেনের গোলে তাই আরও দীর্ঘায়িত হলো অপেক্ষা।

 

এক ম্যাচ বেশি খেলে বেয়ার লেভারকুসেনের সঙ্গে পয়েন্ট ব্যবধান ৯। গোল ব্যবধান পাক্কা ত্রিশ। অর্থাৎ শেষ দুই ম্যাচে ১০ গোল করে হজম করলেই কেবল শিরোপা হারানোর ভয় আছে, কার্যত যা যতটা অসম্ভব তার চাইতেও বেশি হাস্যকর।

 

আরও পড়ুন: লা লিগা শেষ হওয়ার আগে মুখ খুলতে নারাজ আনচেলত্তি

 

পরের ম্যাচ ড্র করলেই কাগলে-কলমের হিসেব বাদ দিয়ে শিরোপা উৎসব করতে পারবে বায়ার্ন।

]]>
সম্পূর্ণ পড়ুন