শিরোপা জিততে বাংলাদেশের সামনে ১১৮ রানের লক্ষ্য

২ সপ্তাহ আগে
চলতি মাসেই ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশের যুবারা। এবার অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত। যেখানে আগে ব্যাট করে গোঙ্গাদি তৃষার ফিফটিতে টাইগ্রেসদের ১১৮ রানের লক্ষ্য দিয়েছে ভারত। বাংলাদেশি পেসার ফারজানা ইয়াসমিন সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন।

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের পুরো আয়োজন হয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে। একই ভেন্যু বায়েওমাস স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলছে শিরোপানির্ধারণী ম্যাচ। টস জিতে এদিন ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। শুরু থেকেই ভারতীয়দের চেপে ধরেন বাংলাদেশি বোলাররা। একের পর এক উইকেট তুলে নিলেও একপ্রান্ত আগলে রেখে ভারতকে লড়াকু পুঁজি এনে দেন তৃষা। 

 

আরও পড়ুন: দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে নাম লেখালেন ভারতীয় ব্যাটার

 

যে স্টেডিয়ামে খেলা হচ্ছে, সেখানে গ্যালারিতে বসার মতো তেমন ব্যবস্থা নেই। তাই বাংলাদেশি সমর্থকরা সাইডলাইনে দাঁড়িয়েই ক্রিকেটারদের উৎসাহ দিয়েছেন। অন্যদিকে, ভারতের পক্ষে গলা ফাটিয়েছেন দেশটির সমর্থকরা। 

 

আগে ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকে ভারত। তাদের ইনিংসে প্রথম ধাক্কাটি আসে দলীয় ২৩ রানে। ওপেনার কমলীনিকে ব্যক্তিগত ৫ রানে ফিরিয়েছেন ফারজানা। স্কোরবোর্ডে আর ২ রান যোগ হতেই আবারও এই পেসারের আঘাত, রানের খাতা খোলার আগেই সানিকা চালকেকে ফেরান তিনি। 

 

আরও পড়ুন: এশিয়া কাপজয়ী যুবাদের জন্য বড় পুরস্কার ঘোষণা বিসিবির

 

এরপর দলকে বিপদমুক্ত করেন তৃষা ও নিকি প্রসাদ। তাদের জুটি থেকে আসে ৪১ রান। অধিনায়ক নিকির বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। অন্য প্রান্ত আগলে রেখে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তৃষা। ফারজানার বলে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৪৭ বলে ৫২ রান। 

 

এ ছাড়া শেষদিকে মিথিলা ভিনোদ করেন ১৭ রান, আয়ুশি শুক্লার ব্যাট থেকে আসে ১০ রান। আত তাতেই লড়াই করার মতো সংগ্রহ পায় ভারত। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১১৭ রান। বাংলাদেশের হয়ে ৩১ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ফারজানা ইয়াসমিন। এ ছাড়া নিশিতা আক্তার নিশি ২ এবং হাবিবা ইসলাম এক উইকেট নিয়েছেন।

 

]]>
সম্পূর্ণ পড়ুন