এমসি অ্যালজারের দ্বিতীয়বারের মতো লিগ শিরোপা জয়ের পর রাজধানীর ৫ জুলাই স্টেডিয়ামে ঘটে এমন মর্মান্তিক দুর্ঘটনা। গ্যালারির ওপরের অংশ থেকে পড়ে মৃত্যু হয় ইয়োনেস নামের এক দর্শকের। বিবিসির খবরে বলা হয়েছে, এই ঘটনায় মোট তিনজন নিহত হয়েছেন।
দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্ট্যান্ডের উপরের বেষ্টনী ভেঙে গেলে অনেকে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। মুহূর্তেই আনন্দমুখর পরিবেশ স্তব্ধ হয়ে যায়।
আরও পড়ুন: এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ জাতীয় স্টেডিয়ামে খেলতে চায় আবাহনী
দুর্ঘটনার খবর নিশ্চিত করে এক বিবৃতিতে সমর্থকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এমসি অ্যালজার ক্লাব কর্তৃপক্ষ। আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ক্লাবের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তারাও আহতদের রক্ত দিতে ছুটে যান হাসপাতালে।
এমন মর্মান্তিক ঘটনার কারণে স্থগিত করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ক্লাব সভাপতি এক বিবৃতিতে নিহত ইয়োনেসের পরিবারকে সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের নাম্বার ওয়ান খেলা হবে ফুটবল: ইনফান্তিনো
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তিনটি হাসপাতালে ৭০ জনেরও বেশি লোককে চিকিৎসা দেওয়া হয়েছে। এবং তাদের বেশিরভাগই লোককেই এখন হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
এছাড়া আলজেরিয়ার রাষ্ট্রপতি আবদেলমাজিদ তেব্বুন শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। এনসি ম্যাগরার বিপক্ষে গোলশূন্য ড্র করার পর টানা দ্বিতীয় বছরের জন্য লিগ শিরোপা জিতে নেন এমসি অ্যালজার।
]]>