শিবির নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দুই নেতা রিমান্ডে

২ দিন আগে
ছাত্রশিবির নেতা তুহিন হত্যা মামলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রুহুল আমিন এবং জেলা আ.লীগের সহ-সভাপতি ও স্বাধীনতা চিকিৎসা পরিষদ-স্বাচিপ জেলা শাখার সভাপতি ডা. গোলাম রাব্বানীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পুলিশের ১০ দিনের আবেদনে পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি আদালত, সদর) আশারাফুল ইসলাম বুধবার এ আদেশ দেন।
 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ও আসামি পক্ষের আইনজীবী সারওয়ার্দী বাদল বিষয়টি নিশ্চিত করেছেন। 


তারা জানান, পুলিশ তুহিন হত্যা মামলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (আমলি আদালত, সদর উপজেলা) এই দুই নেতার ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয় গত ২৮ জুলাই। বুধবার (৩০ জুলাই) শুনানি শেষে এ আদেশ দেন আদালত।
 

আরও পড়ুন: ফের রিমান্ডে সোলায়মান সেলিম

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ জানুয়ারি ছাত্রশিবির নেতা আসাদুল্লাহ তুহিনকে বাসা থেকে চোখ বেঁধে নিয়ে যায় র‌্যাব সদস্যরা। পরে র্যাবের গাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার তার মৃত্যু হয়েছে বলে দাবি করে র‍্যাব। ঘটনার ৯ বছর পর ২০২৪ সালের ২৫ ডিসেম্বর ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করেন আসাদুল্লাহ তুহিনের মামা মো. কবিরুল ইসলাম।
 

মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, র‍্যাবের তখনকার ডিজি, সাবেক সংসদ আব্দুল ওদুদ, র‍্যাব ও পুলিশের কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতাসহ ২৮ জনকে আসামি করা হয়। ওই মামলায় যথাক্রমে ২ ও ৩ নম্বর আসামি ডা. গোলাম রাব্বানী ও মুক্তিযোদ্ধা রহুল আমীন।

]]>
সম্পূর্ণ পড়ুন