শিবালয়ে বাজারে ৮ দোকান আগুনে পুড়ে ছাই

৪ সপ্তাহ আগে
মানিকগঞ্জ শিবালয় উপজেলার আরিচা বন্দর বাজারে ৮টি দোকানে পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে শিবালয়ের আরিচা বন্দর এলাকার ডাক বাংলা রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


শিবালয় বন্দর ব্যবসায়িক কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম রাজু হোসেন জানান, শনিবার বিকালের দিকে আরিচা ঘাটের ডাকবাংলো পাশে একটি লেপ তোষক তৈরির দোকান থেকে সট সার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে।এসময় আশেপাশের আটটি দোকান পুড়তে থাকে। খবর পেয়ে আরিচা ফায়ার সার্ভিসের মোট তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে  আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্তত ৪০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।


আরও পড়ুন: ভৈরবে আগুনে পুড়ে ছাই হলো চানাচুর কারখানা


মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের  উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান,  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লেপ-তোশক তৈরির দোকান থেকে সট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আরিচা ও ঘিওরের ফায়ার সার্ভিসের তিনিটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন