বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দক্ষিণ বহেরাতলার চাঁনমিয়া মাদবরের সঙ্গে একই এলাকার মানিক মাদবরের আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গত রোববার (৩০ মার্চ) উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। আগের ঘটে যাওয়া এ ঘটনা মীমাংসা জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশ শুরুর আগেই চাঁনমিয়া মাদবর ও অপর পক্ষ মানিক মাদবর উত্তেজিত হয়ে পড়েন, শুরু হয় হট্টগোল। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আহত হন অন্তত ১৫ জন। তাদেরকে উদ্ধার করে প্রথমে ভর্তি করা হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ঝালকাঠিতে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে যুবদল নেতাসহ আহত ১৫
মাদারীপুরের শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রতন শেখ বলেন, এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
]]>