শিবচরে পানিতে ডুবে প্রাণ গেল শিশু ও বৃদ্ধের

৪ সপ্তাহ আগে
মাদারীপুরের শিবচরে আলাদা দুটি ঘটনায় পানিতে ডুবে এক শিশু ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) এই দুর্ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন- শিবচর উপজেলার সলু বেপারীর কান্দি এলাকার শুক্কুর আলীর ছেলে পাঁচ বছরের হযরত এবং শিবচর পৌরসভার নলগোড়া এলাকার মৃত হামেদ হাওলাদারের ছেলে আব্দুর রব হাওলাদার (৬০)।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের পুকুরে অন্য শিশুদের সঙ্গে গোসল করতে নামে হযরত। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। বাকিরা পাড়ে উঠলেও নিখোঁজ থাকে হযরত। শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

আরও পড়ুন: ভৈরব নদীতে মাছ ধরতে গিয়ে কৃষকের মৃত্যু

 

অন্যদিকে, বিকেলে বাড়ির পাশে সাঁকো পার হওয়ার সময় পা পিছলে পানিতে পড়ে যান আব্দুর রব হাওলাদার। তাকে উদ্ধার করে একই হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. ইব্রাহিম বলেন, ‘দুপুরে পুকুরে ডুবে আসা শিশুটি এবং বিকেলে পানিতে পড়ে আহত বৃদ্ধ দুজনকেই হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।’

 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলী জানান, ‘দুইজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন