শিগগিরই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারে ইরান: পররাষ্ট্রমন্ত্রী

১ দিন আগে
তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনার জন্য সময় এবং যুক্তরাষ্ট্রের আশ্বাসের প্রয়োজন বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সাথে জোর দিয়ে বলেন, আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে যাচ্ছে ইরান।

সিবিএস নিউজকে দেয়া আরাঘচির সাক্ষাৎকারের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘আমি মনে করি না আলোচনা এত তাড়াতাড়ি আবার শুরু হবে।’ 

 

যদিও তিনি আরও বলেন, কূটনীতির বিষয়টি আলোচনার বাইরে নয়। 

 

আরও পড়ুন:‘ড্যাডি’ ট্রাম্পের কাছে যাওয়া ছাড়া উপায় ছিল না ইসরাইলের: আরাঘচি

 

জানান, ‘পুনরায় আলোচনা শুরু করার সিদ্ধান্ত নিতে হলে, আমাদের প্রথমে নিশ্চিত করতে হবে যে, আলোচনার সময় যুক্তরাষ্ট্র আবার আমাদের লক্ষ্য করে সামরিক আক্রমণ চালাবে না।’ আমি মনে করি এই সমস্ত বিবেচনার পরেও, আমাদের এখনও আরও সময় প্রয়োজন।

 

এদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচি ভেঙে ফেলার লক্ষ্যে ইসরাইল ১২ দিনের বোমা হামলা বন্ধ করার পর প্রথমবারের মতো একটি মার্কিন সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আরাঘচি দাবি করেন যে, সেন্ট্রিফিউজ স্থাপনা ধ্বংস করা এবং পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করে ইসরাইল তার লক্ষ্য অর্জন করতে পারেনি।


আরাঘচি বলেন, ‘বোমা হামলার মাধ্যমে পরমাণু সমৃদ্ধির জন্য প্রযুক্তি এবং বিজ্ঞানকে কেউ ধ্বংস করতে পারে না। যদি আমাদের পক্ষ থেকে এই ইচ্ছাশক্তি থাকে এবং এই শিল্পে আবারও অগ্রগতি অর্জনের ইচ্ছাশক্তি থাকে, তাহলে আমরা দ্রুত ক্ষতি পুষিয়ে এবং হারিয়ে যাওয়া সময়ের ক্ষতি সামলে উঠতে পারব।’

 

এ সময় তিনি ইঙ্গিত দেন যে, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার সংকল্পকে আরও দৃঢ় করেছে।

 

আরও পড়ুন:ইরান ‘কয়েক মাসের মধ্যেই’ সমৃদ্ধ ইউরেনিয়াম পুনরায় শুরু করতে পারে: আইএইএ


তিনি বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি জাতীয় গর্ব ও গৌরবের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরাও ১২ দিনের চাপিয়ে দেয়া যুদ্ধের মধ্য দিয়ে গেছি, তাই মানুষ সহজেই সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না।’

 

সূত্র: দ্য টাইমস অফ ইসরাইল

]]>
সম্পূর্ণ পড়ুন