শনিবার (৬ সেপ্টেম্বর) জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন দফতর আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘শিক্ষায় মিনিমাম পাঁচ শতাংশ ইনভেস্টমেন্ট করতে হবে। আমাদের থেকে অনেক দরিদ্র দেশ নেপাল, ভুটান; তাদের এডুকেশনে ইনভেস্টমেন্ট আমাদের থেকে ডাবল। আপনি পাকিস্তানকে বলছেন ফেইল স্ট্রেইট (ব্যর্থ রাষ্ট্র), তার এডুকেশন ইনভেস্টমেন্ট আমাদের থেকে তিন গুন। আপনি যে দেশের নাম শুনতে চান না, সেই দেশের বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড র্যাংকিংয়ে।’
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয় /পরীক্ষায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা পাবেন বাড়তি ৩০ মিনিট সময়
তিনি আরও বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের উত্থান এবং পতন হয়, ভারতেও রাজনীতি আছে। কিন্তু ভারতের অন্তত ৫০টি বিশ্ববিদ্যালয় আছে যেগুলো সারা বিশ্বের ওয়ার্ল্ড র্যাংকিংয়ে। আমার এখানে কয়টা আছে বলেন?’
সরকারের প্রতি শিক্ষাব্যবস্থায় মোট জিডিপির পাঁচ শতাংশ বরাদ্দ দেয়ার অনুরোধ জানান তিনি।
মতবিনিময় সভায় সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন– জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মো. নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম।