বুধবার (১৪ মে) শিল্পকলা একাডেমিতে মহানগরী কালচারাল ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে অনুদান ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
মঈন খান বলেন, তরুণ প্রজন্ম যদি ভুল পথে যায় ভবিষ্যৎ গন্তব্য ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের বৈপ্লবিক যে পরিবর্তনে, তার অবদান ছাত্রসমাজের।
এ সময় শিক্ষার্থীদের পড়াশোনায় ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রকামী মানুষদের নিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে শিক্ষার্থীরা। এখন তাদের পড়ালেখায় মনোযোগ দিতে হবে।
আরও পড়ুন: প্রতিটি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা হবে: মঈন খান
একই অনুষ্ঠানে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন বলেন, পতিত স্বৈরাচার সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। যা থেকে উত্তরণ অত্যন্ত কঠিন; আগামী ৫-১০ বছরে তা সম্ভব নয়।
তিনি আরও বলেন, আমরা ভেবেছিলাম, ড. ইউনূস একটি উজ্জ্বল দৃষ্টান্ত দেখাতে পারবেন। কিন্তু আমরা দেখছি উল্টো। আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক। সংস্কারের জন্য যৌক্তিক সময় দেয়া হয়েছে। এখন সঠিক সময়ে নির্বাচন দরকার।
]]>