রোববার (২২ ডিসেম্বর) দুপুরে পাবনা সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলায় কর্মরত শিক্ষকদের আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, পাবনা সদর উপজেলার সহকারী শিক্ষকেরা দীর্ঘকাল ধরে পদোন্নতি বঞ্চিত রয়েছেন। অপরদিকে সহকারী শিক্ষকের শুন্যপদগুলো বহিরাগত শিক্ষকের দ্বারা পূরণ হয়ে যাওয়ায় সদরের চাকরি প্রত্যাশী মেধাবী ও যোগ্য স্থায়ী বাসিন্দারা নিয়োগ বঞ্চিত হচ্ছেন। এসব অবৈধ নিয়োগ দ্রুত বাতিলের দাবি জানান শিক্ষকরা।
আরও পড়ুন: ঢাকার মামলায় পিরোজপুরে গ্রেফতার বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মানববন্ধনে শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন নার্গিস খন্দকার, সাঈদ উল ইসলাম, আলাউদ্দিন পরাগ, কে এম মুক্তাদীর, জাহাঙ্গীর আলম ও নাছির উদ্দিন।
মানববন্ধন শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম কাছে স্মারকলিপি দেন শিক্ষকরা।