শিউলি ফুল সম্পর্কে কতটা জানেন

৩ সপ্তাহ আগে ১০
শিউলি কোমল সাদা রঙের ছোট ছোট ফুল, দুধসাদা রঙের মাঝখানে জাফরান রঙের ফোঁটা, বোঁটাও জাফরানি। ভোরে গাছের নিচটা ভরে যায় ফুলে, আর কোমল গন্ধে ভরে ওঠে চারদিক। নরম ও ধূসর বাকলবিশিষ্ট এই গাছ ১০ মিটার পর্যন্ত হতে পারে। মিষ্টি–সুগন্ধিজাতীয় এই ফুলে রয়েছে পাঁচ থেকে সাতটি সাদা পাপড়ি ও মাঝখানে লালচে-কমলা টিউবের মতো বৃন্ত।
সম্পূর্ণ পড়ুন