ডানহাতি এই পেসার বিবিএল টেকনিক্যাল কমিটির অনুমোদন পাওয়ার পর আগামী শনিবার (১০ জানুয়ারি) বিকেলে গ্যাব্বায় নিজের সাবেক দল সিডনি থান্ডারের বিপক্ষে হিটের হয়ে খেলতে পারবেন।
স্লিং বোলিং অ্যাকশনের জন্য পরিচিত জামান খান এর আগে বিবিএলের ১৩তম আসরে সিডনি থান্ডারের হয়ে খেলেছিলেন। ওই আসরে তিনি চার ম্যাচে আটটি উইকেট নেন মাত্র ১৬.৩৮ গড়ে। এরপর তিনি পাকিস্তানের হয়ে ১০টি টি–টোয়েন্টি ও একটি ওয়ানডে ম্যাচ খেলেছেন।
২৪ বছর বয়সী জামান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শাহিন আফ্রিদির অধিনায়কত্বে লাহোর কালান্দার্সের হয়ে খেলেন। সম্প্রতি আবুধাবি টি–টেন টুর্নামেন্টে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন। সেখানে নিজের প্রথম ম্যাচেই তিনি হ্যাটট্রিক করেন।
আরও পড়ুন: যেখানে আমাদের খেলোয়াড়ের সম্মান নেই, সেই খেলা দেখার দরকার নেই: পাইলট
পিএসএল ও বিবিএল ছাড়াও ইংল্যান্ডের দ্য হানড্রেড প্রতিযোগিতায় ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার।
ব্রিসবেন হিটের প্রধান কোচ জোহান বোথা জামানকে দলে পাওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ এই পর্যায়ে তার অন্তর্ভুক্তি দলের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে।
বোথা বলেন, 'সে নতুন বলে প্রকৃত উইকেট শিকারি, আবার তার ভ্যারিয়েশন ও গতি দিয়ে একটি ওভার নিয়ন্ত্রণেও সক্ষম। সে আমাদের আক্রমণকে সুন্দরভাবে পরিপূর্ণ করবে এবং গুরুত্বপূর্ণ বোলিং সময়ে আমাদের বাড়তি বিকল্প দেবে। প্রথম আসার সময় থেকেই জামান ব্যাটসম্যানদের জন্য কঠিন প্রতিপক্ষ ছিল এবং সে তার খেলাটাকে আরও উন্নত করে চলেছে।'
এদিকে লিগ পর্বের শেষদিকে এসে শীর্ষ চারে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ (৫ জানুয়ারি) রাতে কফস হারবারে সিডনি সিক্সার্সের মুখোমুখি হবে ব্রিসবেন হিট। এরপর দলটি ব্রিসবেনে ফিরে সিডনি থান্ডারের বিপক্ষে ফিরতি ম্যাচের প্রস্তুতি নেবে। ক্যানবেরায় বড়দিনের আগে মুখোমুখি লড়াইয়ে হিটকে হারিয়েছিল থান্ডার।

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·