শাহরুখ খানকে ‘এক অবিরাম অনুপ্রেরণা’ বলে সম্বোধন করেছেন জন সিনা। তিনি জানান, শাহরুখের সঙ্গে তার ব্যক্তিগত কথোপকথন ও সৌজন্য আজও তার মনে স্মৃতি হয়ে আছে।
খবর বলিউড হাঙ্গামার খবর, সম্প্রতি এক অনুষ্ঠানে শাহরুখকে জিজ্ঞেস করা হয়, এক শব্দে জন সিনাকে কীভাবে বর্ণনা করবেন? উত্তরে শাহরুখ খান বলেন, তিনি একজন রকস্টার। অত্যন্ত বিনয়ী ও সদয়।
আরও পড়ুন: পাকিস্তানে ‘নিষিদ্ধ’ হলেন সালমান খান
এই টুইট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং তা পৌঁছে যায় জন সিনার কাছেও। এরপর সিনা এক্স (পূর্বে টুইটার)-এ লিখেন, আপনার সদয়তা ও আমাদের কথোপকথন আমি কখনও ভুলব না। ব্যক্তিগতভাবে এবং সারা বিশ্বের আপনার ভক্তদের মতো আমিও আপনার কাছ থেকে অবিরাম অনুপ্রেরণা পাই। ধন্যবাদ।
আরও পড়ুন: যে কারণে প্রিয়াঙ্কাকে ‘পোষা ইঁদুর’ বলেছিলেন শাহরুখ খান!
জন সিনার শাহরুখ-ভক্তি নতুন নয়। ২০২৪ সালের জুলাইয়ে মুম্বাইয়ে অনন্ত আম্বানির বিয়েতে দু’জনের সাক্ষাৎ হয়, যা সিনা পরবর্তীতে ‘অত্যন্ত আবেগঘন ও অবিশ্বাস্য অভিজ্ঞতা’ বলে বর্ণনা করেন।

২ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·