শাহরুখ খানের আসল নামের রহস্য জানলে চমকে যাবেন

২ সপ্তাহ আগে
বলিউডের মেগাস্টার শাহরুখ খান। এ নাম বিশ্বের কোটি কোটি ভক্তের মনে শিহরণ তোলে। কিন্তু আপনি কি জানেন, শাহরুখের এ নাম মোটেও আসল নয়, এ অভিনেতাকে দেয়া পরিবারের নাম ছিল অন্যকিছু?

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-র প্রতিবেদন থেকে জানা যায়, ব্যক্তিজীবনে দুইবার নাম পরিবর্তন করেছিলেন এ মেগাস্টার। প্রথমদিকে, শাহরুখ খানের আসল নামের কারণে প্রায়ই বন্ধু ও প্রতিবেশীদের কাছে ঠাট্টার শিকার হতে হতো শাহরুখকে। তাই ছোটবেলায় দাদীর দেয়া নাম পরিবর্তন করেন শাহরুখের বাবা।

 

পরিবার থেকে শাহরুখের নাম রাখা হয়েছিল আবদুল রশিদ খান। এ নাম দিয়েছিলেন শাহরুখের দাদী। কিন্তু এ নাম পছন্দ ছিল না অভিনেতার। তাই আবদুল রশিদ নামে বন্ধুমহল ও শোবিজ পাড়ায় তিনি পরিচিত হতে চাননি।

 

তাই দাদীর আবদুল রশিদ পরিবর্তন করে বাবা মীর তাজ মোহাম্মদ খান ছেলের নাম রাখেন শাহরুখ খান। বোন শেহনাজ লালারুখের নামের সাথে মিল রেখে ছেলের এমন নাম রাখেন তিনি। এ নামেই এরপর সবার কাছে পরিচিত হতে থাকেন আজকের মেগাস্টার।

 

আরও পড়ুন: ‘হুরুন রিচ লিস্ট’ প্রকাশ /সিনেমা জগতে ধনীদের তালিকায় শীর্ষে শাহরুখ

 

দ্বিতীয়বার, বিয়ের সময় একবার নাম পরিবর্তন করেছিলেন শাহরুখ। আর্য সমাজে বিয়ের জন্য অভিনেতা নাম পরিবর্তন করে রেখেছিলেন জিতেন্দ্র কুমার টুলি। এ নামের মাধ্যমে অভিনেতা জিতেন্দ্র ও রাজেন্দ্র কুমারকে (ডাকনাম টুলি) শ্রদ্ধা করেছিলেন শাহরুখ।

 

আরও পড়ুন: শাহরুখের ২ কোটির বাড়ি এখন ২০০ কোটি, হচ্ছে আরও রদবদল

 

ভিন্ন ধর্মের হওয়ায় বিয়ের সময় শাহরুখের স্ত্রীও নিজের গৌরি নাম পরিবর্তন করে আয়েশা রেখেছিলেন। তবে বিয়ের পর আবার নিজেদের নামেই সবার কাছে পরিচিত হতে শুরু করেন এ তারকা দম্পতি। বর্তমানে তাদের সংসারে আরিয়ান, সুহানা ও আব্রাহাম নামে তিন সন্তান রয়েছে।  

 

]]>
সম্পূর্ণ পড়ুন