মঙ্গলবার (১৫ জুলাই) জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মশাল হাতে নারীরা ঘুরে আসেন শাহবাগ মোড়, টিএসসি চত্বর। আলোয় আলোয় তারা জানান দেন–নারীবিদ্বেষের বিরুদ্ধে সংগ্রাম এখনও শেষ হয়নি।
সমাবেশে নারী শিক্ষার্থী, কর্মজীবী, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠকরা অংশ নেন। তুলে ধরেন অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশেও নারীর নিরাপত্তা, মর্যাদা ও স্বীকৃতির প্রশ্নে রয়েছে অনেক অপূর্ণতা।
নারীর প্রতি সহিংসতা, সামাজিক বৈষম্য ও বঞ্চনার প্রতিবাদ জানিয়ে তারা বলেন, এই লড়াই শুধু স্মৃতি নয়, এটি বর্তমান ও ভবিষ্যতের জন্যও জরুরি।
আরও পড়ুন: মুরাদনগরে ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল
সমাবেশ ও মশাল মিছিলে সভাপতিত্ব করেন নারী সংহতির সভাপতি শ্যামলী শীল।
অনুষ্ঠারে আরও উপস্থিত ছিলেন নারী সংহতির সাধারণ সম্পাদক অপরাজিতা চন্দ, সহ-সাধারণ সম্পাদক রেবেকা নীলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক কানিজ ফাতেমা প্রমুখ।