বুধবার (২০ নভেম্বর) রাত ৭টার দিকে জেলার রাজাপুর উপজেলা সদরের গোডাউন ঘাট এলাকায় তার বাড়ি মাহজাবীনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘রাত ৭টার দিকে হঠাৎ ৮/১০ জনের একটি দল প্রাচীরের বাইরে থেকে ভবন লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে মারে। এতে ভবনের সামনে থাকা দুইটি ও উত্তর পাশের জানালার একটি গ্লাসের আংশিক অংশ ভেঙে মাটিতে পড়ে যায়। তবে হামলাকারীদের আমরা চিনতে পারিনি।’
আরও পড়ুন: ছাত্রদের ওপর গুলি: নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জয় গ্রেফতার
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন বলেন, ‘এ রকম ঘটনা কেউ আমাকে বলেনি বা এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
প্রসঙ্গত, বিএনপির সঙ্গে প্রায় চল্লিশ বছরের রাজনীতিক সম্পর্ক শেষ করে গত জাতীয় সংসদ নির্বাচনে হঠাৎ নৌকায় যোগ দিয়ে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান ওমর বীর উত্তম। তবে গত ৫ আগস্টের পর থেকে তিনি পালিয়ে রয়েছেন।