তৃতীয় রাউন্ডেই মুখোমুখি আর্সেনাল-ম্যানইউ

১ দিন আগে
ইংল্যান্ডের সবচেয়ে পুরাতন লিগ কাপ এফএ কাপের তৃতীয় রাউন্ডের ড্র অনুষ্ঠিত হয়েছে সোমবার (২ ডিসেম্বর)। এফএ কাপের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড তৃতীয় রাউন্ডেই মুখোমুখি হচ্ছে ইংলিশ জায়ান্ট আর্সেনালের বিপক্ষে।

নাটকীয় ম্যাচে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ২০২৩-২৪ এফএ কাপ শিরোপা ঘরে তুলেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এবার তৃতীয় রাউন্ডেই ইউনাইটেডের প্রতিপক্ষ এফএ কাপের সর্বোচ্চ শিরোপা জেতা (১৪ বার) দল আর্সেনালের বিপক্ষে। ২০২০ সালে শেষবার এই শিরোপা জিতেছিল গানাররা।


আরও পড়ুন: দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে কেইন 


এদিকে গত আসরের রানার্স আপ দল ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ ইংল্যান্ডের তৃতীয় বিভাগের দল সালফোর্ড সিটি এফসি। প্রিমিয়ার লিগের টেবিল-টপার লিভারপুল মুখিমুখি হবে অ্যাক্রিংটন স্ট্যানলির বিপক্ষে। আর চেলসির প্রতিপক্ষ মোরকাম্বে এফসি।


এফএ কাপের তৃতীয় রাউন্ডের ড্র

সাউদাম্পটন বনাম সোয়ানসি সিটি

আর্সেনাল বনাম ম্যানচেস্টার ইউনাইটেড

এক্সেটার সিটি বনাম অক্সফোর্ড ইউনাইটেড

লেটন ওরিয়েন্ট বনাম ডার্বি কাউন্টি

রিডিং বনাম বার্নলি

অ্যাস্টন ভিলা বনাম ওয়েস্ট হ্যাম

নরউইচ সিটি বনাম ব্রাইটন

ম্যানচেস্টার সিটি বনাম সালফোর্ড

মিলওয়াল বনাম দাগেনহাম এবং রেডব্রিজ

লিভারপুল বনাম অ্যাক্রিংটন স্ট্যানলি

ব্রিস্টল সিটি বনাম উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স

প্রেস্টন নর্থ এন্ড বনাম চার্লটন অ্যাথলেটিক

চেলসি বনাম মোরেকাম্বে

মিডলসব্রো বনাম ব্ল্যাকবার্ন রোভারস

বোর্নমাউথ বনাম ওয়েস্ট ব্রম

ম্যানসফিল্ড টাউন বনাম উইগান অ্যাথলেটিক

ট্যামওয়ার্থ বনাম টটেনহ্যাম

হাল সিটি বনাম ডনকাস্টার রোভারস

সান্ডারল্যান্ড বনাম স্টোক সিটি

লেস্টার সিটি বনাম কুইন্স পার্ক রেঞ্জার্স

ব্রেন্টফোর্ড বনাম প্লাইমাউথ আর্গিল

কভেন্ট্রি সিটি বনাম শেফিল্ড ওয়েডনেসডে 

নিউক্যাসল ইউনাইটেড বনাম ব্রমলি

এভারটন বনাম পিটারবোরো ইউনাইটেড

উইকম্ব ওয়ান্ডারার্স বনাম পোর্টসমাউথ

বার্মিংহ্যাম সিটি বনাম লিঙ্কন সিটি

লিডস ইউনাইটেড বনাম হ্যারোগেট টাউন

নটিংহাম ফরেস্ট বনাম লুটন টাউন

শেফিল্ড ইউনাইটেড বনাম কার্ডিফ সিটি

ইপসউইচ টাউন বনাম ব্রিস্টল রোভারস

ফুলহ্যাম বনাম ওয়াটফোর্ড

ক্রিস্টাল প্যালেস বনাম স্টকপোর্ট কাউন্টি

]]>
সম্পূর্ণ পড়ুন