শাহজালাল বিমানবন্দরের সামনে মোটরসাইকেলে আগুন

৪ সপ্তাহ আগে ১১
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বিমানবন্দর থেকে উত্তরামুখী ফ্লাইওভারের ওপর একটি মোটরসাইকেলে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস।

 

আশপাশে থাকা সবকটি ইউনিট বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নেভাতে ব্যস্ত থাকায় সেখানে কাজ করা সম্ভব হয়নি বলেও জানায় ফায়ার সার্ভিস।

 

এ দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুনে বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএইএবি) সভাপতি কবির আহমেদ।

 

আরও পড়ুন: শাহজালালে আগুন: পুড়ে ধসে গেছে কার্গো সেকশনের ছাউনি

 

ফায়ার সার্ভিস জানায়, শনিবার দুপুর আড়াইটার দিকে আগুন লাগার খবর পেয়ে একে একে যোগ দেয় ৩৭টি ইউনিট। অংশ নেয় সেনা, বিমান, নৌবাহিনী ও বিজিবির বিভিন্ন ইউনিটও।

 

আরও পড়ুন: শাহজালাল রানওয়ে বন্ধ রাত ৯টা পর্যন্ত, আকাশপথে চরম বিশৃঙ্খলা

 

অগ্নিকাণ্ডের এ ঘটনায় অব্যবস্থাপনাকে দায়ী করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। এতে প্রাথমিকভাবে প্রায় ১০ হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ওয়্যার হাউজ এবং একটি এয়ার এক্সপ্রেস পুরোপুরি পুড়ে যাওয়ার আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। অসতর্কতা নাকি অবহেলার কারণে আগুন, তা খতিয়ে দেখার পরামর্শ তাদের।

 

]]>
সম্পূর্ণ পড়ুন