শনিবার (২২ নভেম্বর( দুপুরে বিমানবন্দরের কার পার্কিংয়ের নিচতলায় এপিবিএন-এর অভিযান চলা অবস্থায় একজন পালানোর চেষ্টা করলে নূরুল আলম নামে একজনকে আটক করে এপিবিএন।
পরে তার শরীর তল্লাশি করে ১৩০০ গ্রাম স্বর্ণালংকার, ১৩ হাজার ৯শ' ৭০ সৌদি রিয়াল জব্দ করেছে সংস্থাটি।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দর: চুরির ২০ দিন পর ভাঙা ভল্টেই ফিরলো কিছু অস্ত্র
নূরুল আলম দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা অবৈধ স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের রিসিভার হিসেবে কাজ করে আসছিলো বলে জানিয়েছে এপিবিএন।
আটক নূরুলের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলার কাজ চলছে। বিভিন্ন দেশ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা অবৈধ স্বর্ণ তিনি গ্রহণ করতেন।
]]>
১ দিন আগে
২






Bengali (BD) ·
English (US) ·