শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচারের সময় একটি ট্রাকসহ দুইজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ তালুকদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম।
অভিযানকালে পাথর চুরি করে ট্রাকে তোলার সময় হাতেনাতে ট্রাকটি আটক করা হয়। এসময় আটক করা হয় ট্রাকচালক ও তার সহকারীকে।
আরও পড়ুন: কোম্পানীগঞ্জে অবৈধ পাথর উত্তোলনে একজনের ৬ মাসের কারাদণ্ড
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ট্রাক ও পাথর চুরির ঘটনায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দ করা পাথরগুলো বাজেয়াপ্ত ঘোষণা করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. রতন শেখ জানান, বাজেয়াপ্ত পাথরগুলো কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের দক্ষিণ বুরদেও জামে মসজিদ সংস্কারের জন্য মসজিদ কমিটিকে বুঝিয়ে দেয়া হয়েছে।
আরও পড়ুন: তিস্তা থেকে তোলা ১৫ হাজার ঘনফুট পাথর জব্দ, জরিমানা ২০ হাজার
তিনি আরও বলেন, অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইন ভঙ্গকারীদের কোনো ছাড় দেয়া হবে না।
স্থানীয়রা বলছেন, শাহ আরেফিন টিলায় অবৈধ পাথরখেকোদের দৌরাত্ম্য বহুদিনের। মাঝে মাঝে অভিযান হলেও চোরাচালান বন্ধ হচ্ছে না। এলাকাবাসীর দাবি, এই অবৈধ পাথর উত্তোলন ঠেকাতে নিয়মিত নজরদারি ও স্থায়ী অভিযান চালানো প্রয়োজন।
]]>

৩ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·