শাহ আমানতে ২১ লাখ টাকার স্বর্ণালংকার জব্দ

৩ দিন আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ২১ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণালংকার জব্দ করেছে বিমানবন্দর এয়ারফ্রেইট কাস্টমস শাখা ও এভসেক।

 

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি ১৪৮ এর যাত্রী মো. আবু জাহেদের ব্যাগেজ কার্গো টার্মিনালে স্ক্যানিং করা সময় স্বর্ণের মতো বস্তুর অস্তিত্ব পাওয়া যায়।

 

আরও পড়ুন: শাহ আমানতে ৩০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

 

পরে স্বর্ণকার দিয়ে নিশ্চিত হওয়া যায় এগুলো অবৈধভাবে নিয়ে আসা স্বর্ণালংকার। এসময় সিএন্ডএফ এজেন্টের উপস্থিতিতে এসব স্বর্ণালংকার জব্দ করা হয়।

 

জব্দ করা স্বর্ণালংকারের পরিমাণ ১২০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকা বলেও জানিয়েছেন মোহাম্মদ ইব্রাহীম খলিল।

]]>
সম্পূর্ণ পড়ুন