শাহ আমানত বিমানবন্দরের কর্মচারী খুন: প্রধান আসামি রাসেল রিমান্ডে

২ সপ্তাহ আগে
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অফিস সহকারী উসমান সিকদার হত্যা মামলার প্রধান আসামি মো. রাসেলের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৯ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জিনিয়া শুনানি শেষে এই আদেশ দেন।


নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, আসামি রাসেলের রিমান্ডের আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।


আরও পড়ুন: চাঁদাবাজির মামলা: বৈষম্যবিরোধী নেতাসহ চারজনকে ৭ দিনের রিমান্ড


জানা যায়, গত বছরের ১২ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে বিমানবন্দরসংলগ্ন সরকারি কোয়ার্টারের বাসা থেকে উসমান সিকদারকে তুলে নিয়ে যাওয়া হয়। পরদিন ১৩ ডিসেম্বর সকালে বিমানবন্দরসংলগ্ন লিংক রোড থেকে উসমানের মরদেহ উদ্ধার করে পুলিশ।


এ ঘটনায় নিহতের ভাই এমরান সিকদার বাদী হয়ে পতেঙ্গা থানায় হত্যা মামলা করেন। এতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল এভিয়েশনের ইলেকট্রিশিয়ান ইব্রাহিম খলিল, নিরাপত্তাকর্মী বাদল মজুমদার ও ফটিকছড়ির মো. রাসেল নামের এক ব্যক্তিকে আসামি করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ইব্রাহিম, বাদল ও তার সহযোগী মো. আরিফকে গ্রেফতার করে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন