শাস্তি পেলেন তামিম

৩ সপ্তাহ আগে
রংপুর রাইডার্সের বিপক্ষে নাটকীয় ম্যাচে হারের পর এবার আরও দুঃসংবাদ পেলেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। রংপুরের ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলসের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে শাস্তি পেয়েছেন সাবেক টাইগার অধিনায়ক।

রংপুরের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে হারের পর মেজাজ ধরে রাখতে পারেননি বরিশালের অধিনায়ক তামিম। ম্যাচশেষে হাত মেলানোর সময় হেলসের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তিনি। শুধু তাই নয়, বিদেশি এই ক্রিকেটারের দিকে তেড়ে যান বরিশাল অধিনায়ক। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে এসময় তামিমকে টেনে ধরেন রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম। 

 

সূত্র অনুযায়ী, ম্যাচ শেষে হাত মেলানোর সময় তামিমকে উদ্দেশ্য করে আপত্তিকর মুখভঙ্গি করেন হেলস। আর সেটা দেখেই চটেন তামিম। হেলসকে তামিম বলে, ‘এ রকম করছ কেন? কিছু বলার থাকলে মুখে বলো। বি আ ম্যান।’ তামিমের এমন কড়া কথা শুনে চুপ থাকেননি হেলসও। এ সময় তিনি পেছন থেকে কিছু একটা বললে মেজাজ ধরে রাখতে পারেননি তামিম।

 

তবে দুজনই তর্কে জড়ালেও শাস্তি পেয়েছেন কেবল তামিম। আচরণবিধির লঙ্ঘন করায় তারকা এই ক্রিকেটারকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছেন ম্যাচ রেফারি  নিয়ামুর রশিদ রাহুল। এছাড়া তাকে মৌখিকভাবে সতর্কও করা হয়েছে। ম্যাচ রেফারি জানান, আম্পায়ারদের প্রতিবেদন এবং প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিম অভিযোগ স্বীকার করে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি।  

 

আরও পড়ুন: হেলসের সঙ্গে কী হয়েছিল তামিমের?

 

তামিমের মতো অভিজ্ঞ ক্রিকেটারের এমন মারমুখী আচরণকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন হেলস। বিপিএল ছাড়ার আগে দেশের এক টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে বাকবিতণ্ডার বিষয়ে কথা বলেছেন তিনি। ম্যাচ হারের হতাশা থেকে হেলসের সঙ্গে এমন দুর্ব্যবহার করেছেন তামিম, এমনটাই দাবি ইংলিশ ক্রিকেটারের। তর্কের মধ্যে হেলসকে তামিম ব্যক্তিগত আক্রমণও করেছেন বলে দাবি করেছেন তিনি।

 

হেলস বলেন, ‘আমার মনে হয় ম্যাচ হেরে সে (তামিম) হতাশ (আপসেট) ছিল। সে আমার কাছে এসে বলল– ‘‘আমি কিছু বললে সেটি যেন সামনাসামনি বলি।’’ অথচ আমি তাকে কিছুই বলিনি। ২০২১ সালে আমি বিয়ার পানের জন্য (ক্রিকেটে) ২১ দিন নিষিদ্ধ হয়েছিলাম, সেই প্রসঙ্গ নিয়েও সে (তামিম) কথা বলেছে। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, যা খুবই লজ্জার ব্যাপার।’

 

এমন উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে মেজাজ হারানো অবশ্য অস্বাভাবিক নয় বরিশাল অধিনায়কের জন্য। কারণ শেষ ওভারে ২৬ রান ডিফেন্ড করতে পারেনি তার দল। ১৯৮ রানের লক্ষ্য দিয়ে শেষ বলে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শেষ ওভারে জয়ের জন্য ২৬ রান লাগলেও ৩ ছক্কা ও ৩ চারে ৩০ রান নিয়ে রংপুরকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন সোহান।  

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন