শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকার খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এই ক্যাম্পের যৌথ আয়োজন করে সামাজিক সংগঠন ‘আমরা নারী’ এবং ‘ল্যাবজোন ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টর’স চেম্বার’।
নাভারণ সাতক্ষীরা মেইন রোডে অবস্থিত ল্যাবজোন ডায়াগনস্টিক সেন্টারে আয়োজিত এ ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্সার ও জেনারেল সার্জন সহকারী অধ্যাপক ডা. মো. বনি আমিন, প্রাভা হেলথ-এর কনসালট্যান্ট (আকুপাংচার অ্যান্ড বায়ো এনার্জেটিক মেডিসিন) ডা. আহমেদ ফারুক এবং জেড এইচ শিকদার উইমেন্স মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ফিজিওথেরাপি বিভাগের প্রধান ও সিনিয়র কনসালট্যান্ট ডা. শিবলী নোমানী।
দিনব্যাপী এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে শার্শা উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলা থেকে আগত বিভিন্ন বয়সী ৫ শতাধিক নারী ও পুরুষ অংশ নেন। তারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করেন।
আরও পড়ুন: যশোর সাংবাদিক ফোরাম ঢাকার নেতৃত্বে সোহেল-সাদি-ওয়ালী
‘আমরা নারী’ সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম. এম. জাহিদুর রহমান (বিপ্লব) বলেন, ‘মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে স্বাস্থ্যসেবা অন্যতম। “আমরা নারী” একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন, যা নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গড়ে উঠেছে। আমরা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের সহযোগী প্রতিষ্ঠান “আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট” নারীর অধিকার, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে গবেষণাভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে। আমাদের লক্ষ্য দেশের প্রতিটি মানুষকে সচেতনতার দূত এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলা। সারা দেশে বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা মৌলিক অধিকারগুলো নিয়ে কাজ করছি।’
আয়োজকরা জানান, এই আয়োজন স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
]]>
৫ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·