বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্তের মেইন পিলার ১৭/৭-এস ২২ আর এর কাছ থেকে আটক করা হয়।
আটকরা হলেন, মাদারীপুরের আফজাল হোসেন(৩৭), মাদারীপুরের দোলন বিশ্বাস (৩২), বিজয় বিশ্বাস (১৭), অমৃত বিশ্বাস (১৫) ও নড়াইলের রুপালি বিশ্বাস (২৫)।
আরও পড়ুন: স্কুল থেকে ফেরার পথে সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ
খুলনা ব্যাটালিয়ন ২১বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, পাসপোর্ট ভিসা ছাড়া বেশ কিছু লোক বাংলাদেশ থেকে ভারতে যাবে। এমন সংবাদে টহলদল সীমান্তে অভিযান চালিয়ে ৪ জন পুরুষ ও ১ জন নারীকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।