সরেজমিন দেখা যায়, কয়েকজন প্রার্থী কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের কাছে ভোট চাইছিলেন। এ সময় অপর প্রার্থী লোকজন এর প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে অভিযোগ অস্বীকার করে এক পক্ষ দাবি করে, তারা কেন্দ্র থেকে অন্তত ১০০ গজ দূরে ভোট চাইছিলেন।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা দেখা দিলে প্রক্টরিয়াল টিম এবং দায়িত্বশীলরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
প্রক্টর জানান, কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ভোট চাওয়ার অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে একই কেন্দ্রে ভোটারদের লাইনেও শৃঙ্খলা ভেঙে পড়তে দেখা যায়। অনেকে নিয়ম মেনে লাইনে না দাঁড়ানোয় বিচ্ছৃঙ্খলা তৈরি হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোটারদের বোঝানোর মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিন সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ভোটগ্রহণ শুরু হয়। ভোটকেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ করা গেছে। অনেক শিক্ষার্থী ভিড় এড়াতে সকাল সকাল কেন্দ্রে আসেন।
আরও পড়ুন: সাংবাদিক ও পর্যবেক্ষকদের ঢুকতে না দেয়ার অভিযোগ ফরহাদের
এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ ভোটের বিপরীতে ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।
ডাকসুতে ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটের লড়াইয়ে নেমেছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হবে।
এবারের ডাকসু ভোটে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত ১০টি প্যানেল অংশ নিয়েছে। এর বাইরে স্বতন্ত্র হিসেবে লড়ছেন প্রার্থীদের আরেকটি অংশ।
]]>