শাবির চেয়ে আনচেলত্তি বেশি স্বাধীনতা দিতেন: কার্ভাহাল

৪ সপ্তাহ আগে
কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের ইতিহাসেরই অন্যতম সফল কোচ হিসেবে গত মৌসুম শেষে বিদায় নিয়েছেন। দুই দফায় তিনটি চ্যাম্পিয়ন্স ট্রফিসহ সম্ভাব্য সবকিছুই জিতিয়েছেন লস ব্লাঙ্কোদের। তার জায়গায় রিয়ালের কোচ হয়ে এসেছেন ক্লাবের কিংবদন্তি শাবি আলনসো। ইউরোপের তরুণ কোচদের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময়দের একজন হিসেবে মনে করা হয় এই স্প্যানিশকে।

খেলোয়াড়ি জীবনে শাবি আলনসো কার্লো আনচেলত্তির অধীনে খেলেছেন। এছাড়াও পেপ গার্দিওলা ও জোসে মরিনিয়োর অধীনেও খেলেছেন তিনি। তবে, কোচ হিসেবে এই স্প্যানিশ গুরুদের অনুসরণের চেয়ে নিজস্ব দর্শণেই বিশ্বাসী। আনচেলত্তির রিয়াল যেভাবে ভিনিসিউস জুনিয়র, বেনজেমা বা জুড বেলিংহ্যামদের ব্যক্তিগত নৈপূন্যের ওপর নির্ভর করতো, শাবির কোচিং দর্শন তার চেয়ে ভিন্ন।


রিয়াল মাদ্রিদের অধিনায়ক দানি কার্ভাহাল বলেছেন যে, নতুন কোচ শাবি তার পূর্বসূরি আনচেলত্তির তুলনায় শৃঙ্খলার ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন। এই ফুলব্যাক আনচেলত্তি এবং বর্তমান ম্যানেজার শাবির মধ্যে পার্থক্য নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি স্বীকার করেছেন যে, কিংবদন্তি ইতালিয়ান কোচের অধীনে খেলোয়াড়রা কিছুটা বেশি স্বাধীনতা পেত, আর বায়ার লেভারকুসেন বস শৃঙ্খলার ক্ষেত্রে অনেক বেশি কঠোর।


আরও পড়ুন: অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে যোগ দিতে ভিয়েতনাম পৌঁছেছেন ফাহামেদুল


 

আনচেলত্তির অধীনে ছয় মৌসুম খেলেছেন দানি কার্ভাহাল। ছবি: সংগৃহীত 


কার্ভাহাল হলেন মাদ্রিদের পুরনো দলের একমাত্র টিকে থাকা সদস্য এবং আনচেলত্তির অধীনে ছয়টি মৌসুম খেলেছেন। তিনি বর্তমান কোচ শাবির সঙ্গে ২০১৩-১৪ মৌসুমে একই ড্রেসিংরুম ভাগ করেছিলেন। তবে শাবিকে বিশ্বাস করা হয় এমন একজন কোচ হিসেবে যিনি শৃঙ্খলাকে সবার আগে রাখেন—যা সাবেক ইতালিয়ান কোচের সময়ের তুলনায় একেবারেই ভিন্ন। আনচেলত্তি খেলোয়াড়দের মাঠের ভেতর-বাইরে বেশি স্বাধীনতা দিতেন।


স্প্যানিশ সংবাদমাধ্যম কোপ'কে দেওয়া সাক্ষাৎকারে কার্ভাহাল বলেছেন, 'আনচেলত্তি মাদ্রিদে একজন কিংবদন্তি ছিলেন এবং থাকবেন, তবে আমি মনে করি আমাদের পরিবর্তনের প্রয়োজন ছিল। আমি মনে করি কোচ নিজেও এটা বুঝেছিলেন। শেষ পর্যন্ত আমরা তার সঙ্গে বহু বছর ছিলাম। অনেক সময় এমনটা হয় যে মানসিক পরিবর্তনের দরকার পড়ে; যারা হয়তো এতটা সংযুক্ত ছিল না তারাও নতুনভাবে জেগে ওঠে। আমি মনে করি এটি সবার জন্যই ভালো হয়েছে।'


 

২০১৩-১৪ মৌসুমে একসঙ্গে খেলেছেন দানি ও শাবি, এখন তারা গুরু-শিষ্য। ছবি: সংগৃহীত


আরও পড়ুন: বিশ্বকাপজয়ী মার্টিনেজকে রেখে কেন অখ্যাত গোলরক্ষক কিনলো ইউনাইটেড?


'প্রতিটি কোচের নিজের নিজস্ব পদ্ধতি আছে। যেমন আপনি বলছেন, তারা ভিন্ন প্রজন্মের। এটা সত্য যে, উদাহরণস্বরূপ, কার্লেত্তোর সঙ্গে আমরা অনেক বেশি স্বাধীনতা পেতাম—যেমন একটু দেরিতে ফিরলে তিনি রাগ করতেন, কিন্তু মেনেও নিতেন। শাবি একটু বেশি সরাসরি, আরও বেশি শৃঙ্খলাপরায়ণ। তবে প্রতিটি কোচই তার নিজস্ব ধারণা নিয়ে কাজ করেন। ফুটবল বহু বছর আগে আবিষ্কৃত হয়েছে, তাই প্রত্যেকে নিজের মতো করে সেরা ধারণাগুলো ব্যবহার করেন।'


সান্তিয়াগো বের্নাব্যুতে শাবির কোচিং ক্যারিয়ার  ভালোভাবেই শুরু হয়েছে। জুলাই মাসে ক্লাব বিশ্বকাপে হতাশার পরও লা লিগায় টানা তিন ম্যাচ জিতে আন্তর্জাতিক বিরতির আগে শীর্ষে রয়েছে লস ব্ল্যাঙ্কোরা। ১৩ সেপ্টেম্বর রিয়ালে এরেনায় তারা রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে, এর তিন দিন পর চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের প্রথম ম্যাচে মার্সেইয়ের বিপক্ষে মাঠে নামবে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন