শাবিপ্রবিতে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে রক্তদান কর্মসূচি

৩ সপ্তাহ আগে
জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ও শাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মনির হোসেনের উদ্যোগে এ রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। ক্যাম্পাসে দলীয় ব্যানারে রাজনীতি নিষিদ্ধ থাকায় ‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করেন এ ছাত্রদল নেতা।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় এ কর্মসূচির উদ্বোধন করেন শাবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। এসময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোজাম্মেল হক, অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম ও সহকারী প্রক্টর অধ্যাপক মো. বেলাল হোসেন শিকদার প্রমুখ।
মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র ও সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের সহযোগিতায় এ রক্তদান কর্মসূচি সম্পন্ন হয়।


উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, ‘পৃথিবীতে দুইভাবে সম্পর্ক গড়ে ওঠে। এক হচ্ছে জন্মগতভাবে এবং আরেকটি হচ্ছে রক্ত প্রদানের মাধ্যমে। রক্তদানের মাধ্যমে একজন আরেকজনের সঙ্গে মনের অজান্তেই এক মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে যায়। জরুরি প্রয়োজনে আমাদের উচিত একে অন্যকে রক্ত দেওয়া। আজকে যারা এ আয়োজন করেছেন তাদেরকে সাধুবাদ জানাই। এ ধরনের কাজে আমাদের যতটুকু সহযোগিতা প্রয়োজন হবে আমরা সেটা করার চেষ্টা করব।’

আরও পড়ুন: টাঙ্গাইলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে চিকিৎসাসেবা


রক্তদান কর্মসূচির আয়োজক মনির হোসেন বলেন, ‘জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আমরা আজকের এ কর্মসূচি হাতে নিয়েছি। এ কর্মসূচির মাধ্যমে আমরা নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানের মাধ্যমে অন্য মানুষের সেবা করতে পারব। সবার প্রতি আহ্বান, আপনারা রক্ত দিন এবং মানুষের পাশে দাঁড়ান। আমাদের এ কাজে সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

]]>
সম্পূর্ণ পড়ুন