শাবিপ্রবি শিক্ষকদের ১২ দফা দাবি নিয়ে উপাচার্যকে স্মারকলিপি

৩ দিন আগে
শাবিপ্রবি ক্যাম্পাসের সার্বিক অগ্রগতি ও কল্যাণকল্পে ১২ দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) সাস্ট চ্যাপ্টার।

সোমবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বরাবর একটি স্মারকলিপি জমা দেন সংগঠনটির নেতারা।


এ সময় ইউটিএল সাস্ট চ্যাপ্টারের আহ্বায়ক ও জিইবি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য-সচিব ও সিইই বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সাইফুল ইসলাম সহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


চলমান উন্নয়ন প্রকল্পসমূহের মান নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ইউসি বিল্ডিং পরিত্যক্ত ঘোষণা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ, নিয়োগে মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিতকরণ, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ, আর্টিকেল প্রসেসিং চার্জ (এপিসি) সাপোর্ট প্রদান এবং টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ চালুকরণ,ভর্তি পরীক্ষা কমিটি গঠনে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন ও সম্মানী গ্যাপ হ্রাস, আউটকাম বেইসড কারিকুলামে (ওবিই) অতিরিক্ত কাজের জন্য সম্মানী বৃদ্ধি, নতুন যোগদানকৃত শিক্ষকদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ডরমেটরি বরাদ্দ, প্রভাষক এবং সহকারী অধ্যাপকগণের থিসিস সুপারভিশনের সুযোগ প্রদান, বাস ট্র্যাকিংয়ের জন্য রিয়েল-টাইম মনিটরিং অ্যাপ চালু, প্রভাষক এবং সহকারী অধ্যাপকগণের জন্য মোবাইল ভাতা প্রদান দাবি জানানো হয়।


আরও পড়ুন: শিক্ষার্থীকে মেরে রক্তাক্ত করার অভিযোগে শিক্ষককে পেটাল স্বজনরা

]]>
সম্পূর্ণ পড়ুন