শাবিতে ছাত্রদলের ফুল ফল এবং ওষুধি গাছের চারা রোপণ

৫ দিন আগে
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ছাত্রদলের একাংশ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

রোববার (২৯ জুন) পরিবেশ বিষয়ে সচেতনতায় শাবির ক্যাফেটেরিয়া সংলগ্ন লেক, বাস্কেটবল গ্রাউন্ড, কেন্দ্রীয় খেলার মাঠের মূল সড়কসহ আশপাশের এলাকায় ৩৫টি (ফুল, ফল ও নিম) চারা গাছ রোপণ করে ছাত্রদলের নেতাকর্মীরা।

 

প্রধান অতিথি হিসেব বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন শাবির প্রো-ভিসি অধ্যাপক ড. সাজেদুল করিম। উদ্বোধনকালে তিনি ছাত্রদলের এই কর্মসূচির প্রশংসা করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী, শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ইফতেখার আহমদ ও সহযোগী অধ্যাপক মতিয়ার রহমান।

 

বৃক্ষরোপণ কর্মসূচির নেতৃত্ব দেন শাবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সোহাগ মাহমুদ। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ, আরফান উদ্দিন,  আফফান, মোস্তাকিন ইসলাম, হারুনুর রশিদ রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহ- সাধারণ সম্পাদক সোহান শাহ্, শাফায়াত, প্রচার সম্পাদক মকবুল হোসেন, গণমাধ্যম সম্পাদক শাহাদাৎ হোসেন, সহ-সমাজসেবা সম্পাদক আশিকুর রহমান মারুফ, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক অন্তর উদ্দিন প্রমুখ। 

 

আরও পড়ুন: চব্বিশের আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয়া শিক্ষক-কর্মকর্তাদের তথ্য চেয়ে শাবিপ্রবির গণবিজ্ঞপ্তি 
 

]]>
সম্পূর্ণ পড়ুন