শাবনূর-মৌসুমীর ভিডিও প্রকাশ করে যে বার্তা দিলেন সানী

৬ দিন আগে
সোশ্যাল মিডিয়ায় চিত্রনায়িকা শাবনূর ও মৌসুমীর একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানী। আবেগী সে ভিডিও বার্তা প্রকাশ করে ভালোবাসা দোয়া জানান দেন অভিনেতা।

ছুটির দিন শুক্রবার (৯ জানুয়ারি) ভেরিফায়েড ফেসবুকে ওমর সানী ৩ মিনিট ২০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, ভিডিও কলে সুদূর যুক্তরাষ্ট্র থেকে দুই অভিনেত্রী কথা বলছেন ওমর সানীর সঙ্গে।

 

একসঙ্গে সুন্দর কিছু মুহূর্ত উদ্‌যাপন করার সময় ভিডিও কলে শাবনূর ও মৌসুমী নায়কের সঙ্গে খুনসুঁটিতে মেতে ওঠেন। আর এ খুনসুঁটি আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেন চিরকাল থাকে সে দোয়া করেন সানী।

 

ভিডিও কলে ওমর সানীকে তার স্ত্রী মৌসুমী বলেন,

আমরা যেন একসাথে থাকতে পারি শেষ বয়সে সে দোয়া করো। আমরা পাশাপাশি বাড়ি কিনে দুজন একসাথে থাকবো।

 

ভিডিও কল শেষ হলে ওমর সানী দর্শকের উদ্দেশে বলেন,

মৌসুমী ও শাবনূরকে দেখলেন। তখন থেকে এখন অবধি সে ভালোবাসা, সে স্নেহ, বান্ধবীসুলভ আচরণ এবং হৃদ্যতা এরকমই আছে। এখনকার শিল্পীদের মধ্যে আছে কিনা আমি জানি না। তবে এ সম্পর্ক এভাবেই থাকবে, এটুকু আমি বলতে পারি। দুজনকেই আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা। তোমাদের সবাইকে ভালোবাসি।

 

আরও পড়ুন: শাকিবের সঙ্গে নতুন কাজ, যে সম্ভাবনা জানালেন অপু

 

নব্বই দশকে ঢালিউড সিনে দুনিয়ার জনপ্রিয় নক্ষত্র শাবনূর, মৌসুমী ও ওমর সানী। একসঙ্গে সিনেমায় কাজ করতে গিয়ে এ তিন তারকার সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে, যা এখনও অটুট রয়েছে। শোবিজ দুনিয়ার তারকাদের মধ্যে এমনই অটুট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক, এমনটাই প্রত্যাশা অভিনেতার। 

 

আরও পড়ুন: দেশের সমুদ্র সৈকতে হবে সিনেমা প্রদর্শনী

 

]]>
সম্পূর্ণ পড়ুন