শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দুই মাসের মধ্যে দাখিলের নির্দেশ

২ সপ্তাহ আগে ১৩
দুই মাসের মধ্যে শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। নতুন দিন ধার্য করা হয়েছে ১২ জানুয়ারি।

বুধবার (১২ নভেম্বর) এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 

এ মামলায় আসামি রয়েছেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ২১ জন।

 

সকালে এ মামলায় হাজির করা হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি মোল্লা নজরুল ও সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানকে।

 

একই সঙ্গে চট্টগ্রামের জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১২ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

 

এ মামলায় হাজির করা হয় সাবেক সংসদ সদস্য ফজলে করিমসহ ৫ জনকে।

 

এছাড়া রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলা ও চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

]]>
সম্পূর্ণ পড়ুন