শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনে সাহাবায়ে কেরামের দেখানো পথ অনুসরণ অপরিহার্য

৩ সপ্তাহ আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারি মহাসচিব কে এম আতিকুর রহমান বলেছেন, আদর্শিক সমাজ ও শান্তিপূর্ণ রাষ্ট্র গড়তে হলে সাহাবায়ে কেরামের দেখানো পথ অনুসরণ করা অপরিহার্য। তিনি দলের নেতাকর্মীদের এই নির্দেশনা দেন।

রোববার (৭ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের চৌকিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন মালয়েশিয়া শাখার সভাপতি মুফতি আমিরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন শাখার সেক্রেটারি গাজি আবু হোরায়রা।

 

সম্মেলনে কে এম আতিকুর রহমান বলেন, সাহাবাদের জীবন থেকে শিক্ষা নিয়ে সেই আদর্শকে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে একটি সুন্দর ও সত্যিকারের শান্তিপূর্ণ সমাজ গঠন করা সম্ভব।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের সাবেক সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন। তিনিসহ অন্যান্য বক্তারা দেশে সম্ভাব্য স্বৈরাচারী শাসন ঠেকানোর জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানান। প্রয়োজনে এ বিষয়ে গণভোট আয়োজনের প্রস্তাবও দেন তারা।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন মালয়েশিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল করিম এবং জয়েন্ট সেক্রেটারি ভিপি বশির ইবনে জাফরসহ অন্যান্য নেতারা।

]]>
সম্পূর্ণ পড়ুন