শান্তি আলোচনায় সৌদিতে জেলেনস্কি-রুবিও

২ দিন আগে
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা করতে সৌদি আরবে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

স্থানীয় সময় সোমবার (১০ মার্চ) সৌদি আরবে পৌঁছান তারা। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনা মঙ্গলবার (১১ মার্চ) হবে। জেদ্দায় এ বৈঠক হওয়ার কথা।

 

হাজার হাজার তরুণ সেনা ও বেসামরিক নাগরিকের জীবন বাঁচানোর জন্য ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

 

এরই মধ্যে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা করতে সৌদি আরবে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। এদিন জেলেনস্কির কিছুক্ষণ পরেই জেদ্দায় পৌঁছান মার্ক রুবিও।

 

আরও পড়ুন: গাজায় ইসরাইলের বিদ্যুৎ বন্ধের নিন্দা জাতিসংঘের

 

এদিকে কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের পিছু হঠাতে অপারেশন গ্যাস পাইপলাইন পরিচালনা করেছেন রুশ সেনারা। মাত্র দেড় মিটার চওড়া পাইপলাইনে ঢুকে শত্রু রেখার পেছনে অপেক্ষা করছিলেন তারা। ইউক্রেনীয় বাহিনী দাবি, তারা রুশ সেনাদের শনাক্ত করে রকেট, আর্টিলারি এবং ড্রোন দিয়ে আক্রমণ করেছে।

 

রাশিয়ান সূত্রমতে, কিছু সেনা নিহতের খবর পাওয়া গেলেও তা এখনও নিশ্চিত করা যায়নি।

 

ইউক্রেনের সবচেয়ে বড় স্টিল কোম্পানি মেটিনভেস্টের প্রধান বলেছেন, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপের কাছ থেকে শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টি প্রয়োজন।

 

আরও পড়ুন: কুরস্ক ছেড়ে পালাচ্ছেন ইউক্রেনীয় সৈন্যরা, ঘিরে ফেলার চেষ্টায় রুশ সেনারা

 

তিনি আরও বলেন, যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির শর্তাবলী এবং ব্যবসায়িক বিনিয়োগের জন্য কী ধরনের গ্যারান্টি দেয়া হবে সেটা দেখার পরেই বোঝা যবে পুনর্গঠনের কতটা সময় কিংবা অর্থ লাগবে।

]]>
সম্পূর্ণ পড়ুন