এবারের আসরে পদ্মাপাড়ের ফ্র্যাঞ্চাইজিটি অংশ নিচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স নামে। প্রাথমিক যাচাই–বাছাইয়ের পর আর্থিক স্বচ্ছতা এবং কাগজপত্রের খুঁটিনাটি বিশ্লেষণ শেষে আগামী পাঁচ মৌসুমের জন্য রাজশাহীর মালিকানা পেয়েছে নাবিল গ্রুপ।
ডিসেম্বর-জানুয়ারিতে মাঠে গড়াতে যাওয়া বিপিএলে মাঠ কাঁপাতে কোমর বেঁধেই নেমেছে রাজশাহী। মালিকানা পাওয়ার পরই আসন্ন মৌসুমের জন্য কোচ হিসেবে জাতীয় দলের সাবেক খেলোয়াড় ও সাবেক নির্বাচক হান্নান সরকারকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
আগামী ১৭ নভেম্বর বিপিএলের ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তার আগেই ঘর গুছিয়ে নিচ্ছে রাজশাহী। জাতীয় দলের ওপেনার তানজিদ তামিমকে দলে ভিড়িয়ে চমকের শুরু, এবার 'লোকাল বয়' শান্তকেও দলে টানল রাজশাহী।
আরও পড়ুন: শেষ ওভারে ৫ ছক্কা খেয়ে দলকে ডোবালেন আকবর আলী
ফ্র্যাঞ্চাইজিটির কোচ হান্নান সরকার আজ (৯ নভেম্বর) ফেসবুকে এক পোস্টে লিখেছেন, 'তানজিদ তামিমই শুধু না, নাজমুল হোসেন শান্তও এবার খেলবে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। ব্যক্তিগতভাবে শান্তকে আমার দলে পেয়ে কোচ হিসেবে আমি বেশ খুশি। আমি জানি ওর সামর্থ্য সম্পর্কে। আমি জানি, ও কতটা ভালো করতে সক্ষম নিজের দিনে। খারাপ সময়ও হয়তো আসবে, কিন্তু শান্ত যেন রাজশাহীর হয়ে প্রত্যেকটা মুহূর্তই ভীষণ উপভোগ করে, এটাই চাওয়া।'
পরে রাজশাহী ওয়ারিয়র্সের ফেসবুক পেজেও নিশ্চিত করা হয়েছে এই বিষয়ে। ইঙ্গিত দেয়া হয়েছে, শান্তই হয়ত নেতৃত্ব পাচ্ছেন রাজশাহীর। সেই পোস্টে লেখা হয়েছে , 'নাজমুল হোসেন শান্ত রাজশাহী ওয়ারিয়র্স–এর সাথে স্বাক্ষর করেছেন বলে জানাচ্ছি। একজন প্রমাণিত নেতা এবং শীর্ষ পর্যায়ের প্রতিভা আমাদের দলে যোগদান করলেন। ওয়ারিয়র্স পরিবারে স্বাগতম।'
এবারের আসরের জন্য শক্তিশালী দলই গড়তে যাচ্ছে রাজশাহী। বেশ কয়েকজন বিদেশি তারকার সঙ্গেও কথাবার্তা চলছে বলে শোনা যাচ্ছে। গুঞ্জন আছে, পাকিস্তানি তারকা সাহেবজাদা ফারহানও খেলতে পারেন এই ফ্র্যাঞ্চাইজির হয়ে।

২ সপ্তাহ আগে
৫






Bengali (BD) ·
English (US) ·